ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

শরণার্থী শিবিরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মেক্সিকোতে মৃত অন্তত ৪০


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৩, ১০:০৩ পিএম

শরণার্থী শিবিরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মেক্সিকোতে মৃত অন্তত ৪০

শরণার্থী শিবিরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মেক্সিকোতে মৃত অন্তত ৪০

মেক্সিকোর (Mexico) শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন (Fire)। মৃত্যু (Died) হল অন্তত ৩৯ জনের। গুরুতর আহত প্রায় ৪০ জন। ঘটনাটি ঘটেছে আমেরিকার সীমান্তের কাছে অবস্থিত সিউদাদ জুয়ারেজ শহরে।
আইএনএম সূত্রের খবর, মধ্য এবং দক্ষিণ আমেরিকা থেকে আগত প্রায় ৬৮ জন প্রাপ্তবয়স্ক পুরুষ এই শরণার্থী শিবিরে ছিলেন। তাদের মধ্যে প্রায় ২৯ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
সূত্রের খবর, মঙ্গলবার মধ্যরাতে আচমকাই আগুন ধরে যায় শরণার্থী শিবিরে। আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। তড়িঘড়ি শিবির ছেড়ে বেরোনোর জন্য হুড়োহুড়ি লেগে যায়। অনেকেই আগুনের মধ্যেই আটকা পড়ে যান। ঘটনাস্থলে দমকলবাহিনী এসে বেশ কয়েকজনকে উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৩৯ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যাটা বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সারি দিয়ে রাখা রয়েছে মৃতদেহ। যদিও আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।
শরণার্থী শিবিরে কী করে আগুন লাগল তা অবশ্য জানা যায়নি। তবে স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার আগেই শিবিরের ভিতরে কোনও সমস্যা দেখা গিয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, সিউদাদ জুয়ারেজ শহরে শরণার্থী শিবিরে একসঙ্গে এতজনের মৃত্যু আগে হয়নি। তবে কী কারণে আগুন লাগল, সেই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।

খবর দ্যা ওয়ালের /এনবিএস /২০২৩/একে