ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

ইবির পরে গুচ্ছে থাকবে না জবি, ২ এপ্রিলের আগে ভর্তি বিজ্ঞপ্তি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম

ইবির পরে গুচ্ছে থাকবে না জবি, ২ এপ্রিলের আগে ভর্তি বিজ্ঞপ্তি

 ইবির পরে গুচ্ছে থাকবে না জবি, ২ এপ্রিলের আগে ভর্তি বিজ্ঞপ্তি

 ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর পরে এবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষায় (জিএসটি গুচ্ছে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার (২৯ মার্চ) ভর্তি পরীক্ষার বিষয়ে একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্তই গৃহীত হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান।

এসময় তিনি বলেন, আমরা আগামী ২ এপ্রিলের মধ্যে স্বতন্ত্র ভর্তি বিজ্ঞপ্তি প্রদান করতে বলেছি। অন্যথায় ৩ এপ্রিল থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে শিক্ষকরা। এ বিষয়ে সভা শেষে উপাচার্য বরাবর লিখিত দাবিও জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

লিখিত দাবিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল সহ অনেক বিশ্ববিদ্যালয়ই ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ইতোমধ্যে কোন কোন বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম সম্পন্নও করেছে। এমতাবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই এপ্রিলের মধ্যে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে ভর্তি কমিটি গঠনসহ ভর্তি বিজ্ঞপ্তি প্রদানের দাবি জানাচ্ছে শিক্ষকরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, আমরা আগের সিদ্ধান্তেই অনড় আছি। গুচ্ছ পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অনেক পিছিয়ে দিয়েছে৷ আমরা আজও মিটিং শেষে প্রশাসনের কাছে দাবি জানিয়েছি আগামী ২ এপ্রিলের মধ্যে নিজস্ব ব্যবস্থায় ভর্তির জন্য বিজ্ঞপ্তি দিতে। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে দ্রুত একটি মিটিং ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। যদি নির্ধারিত সময়ে দাবি বাস্তবায়িত না হয় আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন কর্মসূচি দিব।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতি চলতি মাসে আনুষ্ঠানিকভাবে গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার কথা জানায়। একই সিদ্ধান্ত জানায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। তবে, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট এবং শিক্ষক সমিতিগুলোর দাবির প্রেক্ষিতে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্তে আসতে পারেনি কোন বিশ্ববিদ্যালয়ই।


এনবিএস/ওডে/সি