ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

উরফি জাবেদকে নিয়ে যা বললেন কারিনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম

উরফি জাবেদকে নিয়ে যা বললেন কারিনা

 উরফি জাবেদকে নিয়ে যা বললেন কারিনা

উরফি জাভেদ তার অভিনব পোশাক পরার জন্য হাজার সমালোচনা সত্ত্বেও নিজের পরিচয় তৈরি করেছেন নিজের দক্ষতায়। তার পোশাক নির্বাচনে সমাজমাধ্যমে বিতর্কের ঝড় উঠলেও তাতে কান দিয়ে নিজের সাজগোজে বদল আনতে একেবারেই রাজি নয় এই সাহসী টেলি তারকা । টেলিভিশনের অন্যতম চর্চিত তারকাকে নিয়ে এ বার মুখ খুললেন বলিউডের জনপ্রিয় নায়িকা করিনা কপূর খান।
এক অনুষ্ঠানে উরফি জাভেদের পোশাক নিয়ে প্রশ্ন করা হয় করিনাকে। উরফিকে নিয়ে করিনা বলেন, আমি উরফির মতো এত সাহসী নই। কিন্ত আমার মনে হয়, ও খুব সাহসী আর ওর দম আছে। ফ্যাশন নিজেকে স্বাধীন ভাবে তুলে ধরার একটা মাধ্যম। উরফি যে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রকাশ করে, আমার মনে হয় তাতে ওকে খুব সুন্দর দেখায়। তিনি আরও বলেন, ওর যা ইচ্ছা হয়, উরফি তাই করে এটাই কিন্তু ফ্যাশনের অন্তর্নিহিত অর্থ।

নিজের যেটা ভাল লাগে, ও সেটাই পরে। আমার এই আত্মবিশ্বাসটাই ভাল লাগে। করিনা জানান, তিনি নিজে আত্মবিশ্বাসী, তাই অন্য কোনও আত্মবিশ্বাসী তারকাকে দেখলে খুশিই হন। আমার খুব ভাল লাগে ও যে ভাবে নিজেকে সবার সামনে প্রকাশ করে। ওকে স্যালুট!

উরফির ফ্যাশন বোধ নিয়ে এর আগেও মতামত প্রকাশ করেছেন একাধিক বলিউড তারকা। যেমন উরফির নিজস্বতার তারিফ করেছেন রণবীর সিংহের মতো তারকা। তেমনই আবার রণবীর কপূরের মতো তারকা জানিয়েছেন, উরফির পোশাক তাঁর নিম্নরুচির লাগে। তবে সেই পথে হাঁটেননি করিনা। পোশাক নির্বাচনের চেয়ে উরফির আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বই বেশি নজরকাড়া, মতামত করিনার।

এনবিএস/ওডে/সি