ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

আবারও ফিরছেন শ্রাবন্তী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম

আবারও ফিরছেন শ্রাবন্তী

আবারও ফিরছেন শ্রাবন্তী

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তীকে নিয়মিত টেলিভিশনের পর্দায় দেখা গেলেও বর্তমানে একদমই দেখা যায় না। নব্বই দশকের এই অভিনেত্রী বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। টেলিভিশন থেকে প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে দূরে থাকা শ্রাবন্তীকে সবশেষ ২০১০ সালে নুরুল আলম আতিকের পরিচালনায় ‘ডালিম কুমার’ নাটকের মাধ্যমে ফিরেছিলেন। এরপর আর পর্দায় দেখা যায়নি তাকে।

এবার আবারও ছোট পর্দায় ফিরছেন শ্রাবন্তী। তবে পূর্বের মতো অভিনয়ে দেখা যাবে না তাকে। বেসরকারি একটি টিভি চ্যানেলের ঈদ বিশেষ সাক্ষাতকারে দেখা যাবে শ্রাবন্তীকে । জানা গেছে, এ বিশেষ আয়োজনে এসেই তিনি জানাবেন অভিনয় থেকে এক যুগের বেশি সময় ধরে কেন দূরে আছেন।

টেলিভিশন ছাড়া বড় পর্দায়ও দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। ‘রং নাম্বার’ চলচ্চিত্রে চিত্রনায়ক রিয়াজের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া এক সময় ৫১বর্তী, সাত চার দুই, নুরুল হুদা একদা ভালোবেসেছিল, সিক্সটি নাইন, জোছনার ফুলসহ অসংখ্য জনপ্রিয় নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।  

এনবিএস/ওডে/সি