ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার জন্য জাজ 'ভিশন ২০২৪-২০২৫' নিয়ে কাজ করছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম

বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার জন্য জাজ 'ভিশন ২০২৪-২০২৫' নিয়ে কাজ করছে

 বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার জন্য জাজ 'ভিশন ২০২৪-২০২৫' নিয়ে কাজ করছে


বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার জন্য জাজ মাল্টিমিডিয়া 'ভিশন ২০২৪-২০২৫' নিয়ে কাজ করছে। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি।
সঙ্গে থাকুন। এভাবেই বললেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।

শুত্রুবার  আলাপকালে তিনি বলেন, আপনারা ইতোমধ্যে জেনেছেন  আসন্ন রোজার ঈদে জাজ মাল্টিমিডিয়া 'জ্বীন' ও 'পাপ' নামে ২টি চলচ্চিত্র মুক্তি দিতে যাচ্ছে। মুক্তি সকল প্রস্তুতি চূড়ান্ত। ২টি ছবির টিজার প্রকাশিত হয়েছে। সাড়া পাচ্ছি।

তিনি জানান, জাজ-এর আরও ৭টি সিনেমার কাজ প্রায় সম্পন্ন হয়ে আছে। সেখান থেকে ২ ঈদের মাঝামাঝি আরও ১টি চলচ্চিত্র রিলিজ দেয়ার প্ল্যান সম্পন্ন করেছে।

তিনি বলেন,  রোজার ঈদের ন্যায় আগামী কোরবানির ঈদেও জাজ মাল্টিমিডিয়া ২টি চলচ্চিত্র মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১) MR9 (হলিউডের সাথে যৌথ প্রযোজনা) ও ২) মোনা (সিক্যুয়েল জ্বীন)।

তিনি জানান, 'MR9' চলচ্চিত্রের 'টিজার' মুক্তি দেয়া হবে চাঁদ রাতে শুধুমাত্র জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। আরও একটি কথা না বললেই নয়, Cannes  ফিল্ম ফ্যাস্টিভ্যালে 'MR9' চলচ্চিত্রের প্রথম প্রিমিয়ার শো হতে যাচ্ছে। বিষয়টি সবার জন্য অত্যন্ত আনন্দের। বাংলা চলচ্চিত্রকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে জাজ মাল্টিমিডিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, জাজ বিশ্বাস করে, সবার সহযোগিতা পেলে বাংলা চলচ্চিত্রকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে পারবো।

২০২৪ সাল থেকে জাজ মাল্টিমিডিয়া প্রায় ১০ কোটি টাকা বাজেটের চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া ও পরিকল্পনা সম্পন্ন করেছে। এই নির্মাণ প্রক্রিয়া ও পরিকল্পনা কীভাবে করতে হয়, জাজ মাল্টিমিডিয়া সেই রাস্তা সবাইকে দেখিয়ে দেবে। ফলশ্রুতিতে, অন্যান্য প্রযোজক, পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান সকলে ১০ কোটি টাকার বাজেটের চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত হবেন এবং নির্মাণ করতে পারবেন বলেই আমরা বিশ্বাস করি।

এনবিএস/ওডে/সি