এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ মে, ২০২২, ০১:০৫ পিএম
ভারতে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ: সোনিয়া গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, দেশে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। আজ (শুক্রবার) সোনিয়া গান্ধী কংগ্রেসের ‘চিন্তন শিবির’-এ বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
হিন্দি গণমাধ্যম ‘নবজীবন’ সূত্রে প্রকাশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারকে টার্গেট করে সোনিয়া বলেন, ‘মোদী ও তার সহযোগীরা সরকারে মেরুকরণকে স্থায়ী করে দিয়েছে। মানুষ ভয় ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।’
আজ থেকে রাজস্থানের উদয়পুরে শুরু হয়েছে কংগ্রেসের তিন দিনের 'চিন্তন শিবির'। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর বক্তব্যের মধ্য দিয়ে এর সূচনা হয়। সোনিয়া গান্ধী বলেন, ‘নব সংকল্প চিন্তন শিবির আমাদের কাছে বিজেপি, আরএসএস এবং তার সহযোগীদের নীতির ফলে দেশ যে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা নিয়ে আলোচনা করার সুযোগ।’
সোনিয়া গান্ধী বলেন, ‘মোদি ও তার সরকার বলছে সর্বাধিক প্রশাসন এবং ন্যূনতম সরকার কিন্তু বাস্তবতা হলো ‘বিভাজন’কে স্থায়ী করা হয়েছে। আমাদের সমাজের বহুত্ববাদকে টার্গেট করা হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানো হচ্ছে। কারাগারে পাঠানো হচ্ছে। তদন্ত সংস্থার অপব্যবহার করা হচ্ছে। গণতন্ত্রের সব স্তম্ভ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
তিনি বলেন, ‘জওহরলাল নেহরুর মতো আমাদের নেতাদের অবদান, অর্জন এবং ত্যাগকে অস্বীকার করা হচ্ছে। একইসঙ্গে মহাত্মা গান্ধীর খুনিদের এবং তাদের আদর্শকে মহিমান্বিত করা হচ্ছে।’
দলীয় চিন্তন শিবিরে সোনিয়া গান্ধী আরও বলেন, ‘বর্তমানে কংগ্রেস দলের অবস্থা ভালো নয়। অসাধারণ পরিস্থিতি শুধুমাত্র অসাধারণ উপায়ে মোকাবেলা করা যেতে পারে।’ দল নেতাদের অনেক কিছু দিয়েছে। দলের ঋণ শোধ করার এখনই সময় বলেও মন্তব্য করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে