এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৩, ০৫:০৪ পিএম
সিরিয়ার হোমসে ইসরায়েলি বিমান হামলায় ৫ সেনা আহত
ইসরায়েল সিরিয়া গত কয়েকদিনে এনিয়ে তৃতীয় দফা হামলা চালালো। এর মধ্যে শুক্রবার হামলায় ইরানী বিপ্লবী রক্ষী বাহিনীর দু’জন অফিসার নিহত হন। হোমসের ফাড়ির ওপর এ বিমান হামলায় অন্তত ৫ সেনা আহত হয়। সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় একথা জানায়।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১২টা ৩৫ মিনিটে ইসরায়েল বিমান আগ্রাসন চালায়। বৈরুতের উত্তরপশ্চিম দিক থেকে উড়ে এসে বিমানগুলো হোমস নগরীর ফাড়িতে ও পল্লী অঞ্চলে হামলা চালায়। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপনাস্ত্র সনাক্ত ও কিছু ধ্বংস করে। এ হামলায় কয়েকজন আহত হওয়াসহ বস্তগত ক্ষয়ক্ষতিও হয়েছে।ইসরায়েলের সেনাবাহিনী এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকার করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দু’টি পশ্চিমা গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অবস্থিত আল-কুসায়ের শহরের কাছে আল-দাবা বিমানবন্দর এবং প্রাচীন নগরী পালমিরার পশ্চিমে অবস্থিত টি-৪ বিমান ঘাঁটিতে রকেট নিক্ষেপ করে। অঞ্চলটিতে ইরান সমর্থিত হিজবুল্লাহর সদস্যরা অবস্থান করেন।
লেবাননী হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে সেখানে ইরাণের সামরিক বাহিনীর সদস্যরা উভয় বিমান বন্দরে মোতায়েন রয়েছেন।
এনবিএস/ওডে/সি