ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

আমি আপনাদের দেখিয়ে ছাড়ব: হিরো আলম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৩, ০৫:০৪ পিএম

আমি আপনাদের দেখিয়ে ছাড়ব: হিরো আলম

 আমি আপনাদের দেখিয়ে ছাড়ব: হিরো আলম

 হিরো আলমের উত্থান নিয়ে সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ বলেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি। আর সেখান থেকে হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে।’ তার এ মন্তব্যের পর থেকে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়। কেউ অভিনেতার পক্ষে কথা বলছেন, আবার কেউ কটাক্ষ করছেন।

মামুনুর রশিদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ফসবুক লাইভে হিরো আলম বলেছিলেন, ‘আমার কী অপরাধ, কেন আমার লেখাপড়া নাই, চেহারা নাই? আপনার ছেলে যদি হতাম আমি। এভাবে বলতে পারতেন কেউ। হিরো আলমের মামা খালু নাই, ওয়েট নাই। অনেক এমপি দেখছি সমাজের, দেশের, মানুষের কথা বলে না। নিজেরা ব্যস্ত  আপনাদের রুচিসম্পন্ন মানুষের কারণে যদি আমি আত্মহত্যা করি, তবে এর দায় আপনাদেরই নিতে হবে।’

এবার আবারও একই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন হিরো আলম। ০২ মার্চ ফেসবুক পেজে নিজের দুটি ছবি পোস্ট করে নিজেকে সম্পূর্ণ তৈরি করে সবাইকে দেখিয়ে দেয়ার অঙ্গিকার করেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘আচ্ছা আপনারা সবাই বলেন তো, আমি কি দেখতে খুবই খারাপ, পোশাক মেকআপ গেটাপ পরিবর্তন করতে পারে রুচিশীল ব্যক্তি আছেন যারা তারা, ইচ্ছে করলে কিন্তু হিরো আলমকে পরিবর্তন করতে পারতেন আপনারা, করেন না তাই আমি নিজেই পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছি।’

‘আচ্ছা বলেন তো, আমার কোনো পরিবর্তন মনে হইতেছে, আমি নিজেকে সম্পূর্ণ তৈরি করে আপনাদের দেখিয়ে ছাড়ব, মানুষের চেহারা নয় অর্থ নয়, সাহস প্রচেষ্টা প্রয়োজন।’

এনবিএস/ওডে/সি