এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম
জায়েদের সদস্যপদ স্থগিত করা নিয়ে যা বললেন অরুণা বিশ্বাস
‘জায়েদ খানের সদস্যপদ স্থগিত করার পরিকল্পনা করেই তারা কার্যনির্বাহী কমিটির সভা ডেকেছিলেন। তাদের উদ্দেশ্য হলো জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা।
কিন্তু আমরা কঠোরভাবে এর প্রতিবাদ করেছি। কেননা আমি যতদূর জানি সাধারণ সম্পাদকের পদটি এখনও বিচারাধীন।’
রোববার (২ এপ্রিল) বিকেলে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে আলাপকালে অভিনেত্রী অরুণা বিশ্বাস এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমি মনে করি ইলিয়াস কাঞ্চন ভাই অনেক সহনশীল মানুষ। তিনি বলেছেন যা হবে তা আইন অনুযায়ী হবে। কিন্তু বাকিরা খুব অ্যারোগ্যান্টভাবে কথা বলেছেন। যা থেকে এটা স্পষ্ট, তারা জায়েদকে বহিষ্কারের এজেন্ডা নিয়েই এসেছেন।
এদিকে জায়েদ খানের বহিষ্কার দাবিতে এফডিসিতে বঞ্চিত ১১৩ জন শিল্পী মানববন্ধন ও মিছিল করেন। এ সময় তারা জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি করেছেন।
এনবিএস/ওডে/সি