এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম
আদালতে হাজিরা দিতে নিউ ইয়র্কে ট্রাম্প
সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলের সাথে যৌন কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যানহাটনের ফৌজদারি আদালতে হাজিরা দেওয়ার জন্য নিউ ইয়র্ক পৌঁছেছেন।
স্থানীয় সময় সোমবার দুপুরে প্রায় ৩ ঘন্টার ভ্রমণ শেষে ট্রাম্প ফ্লোরিডা ত্যাগ করে নিউ ইয়র্কের লাগরদিয়া বিমানবন্দরে অবতরণ করেন।
নিজের ব্যক্তিগত এই প্লেনেই নিউ ইয়র্ক পৌঁছান ট্রাম্প
সোমবার রাতে তিনি ট্রাম্প টাওয়ারে কাটাবেন। এরপর আজ দুপুরে আদালতে হাজিরা দিয়ে আবার ফ্লোরিডা ফিরে যাবেন। সূত্র জানিয়েছে, ট্রাম্পের হাজিরা উপলক্ষ্যে আজকে ম্যানহাটন আদালতের অন্যসব বিচার কার্যক্রম স্থগিত থাকবে। সিক্রেট সার্ভিস, নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এবং আদালতের কর্মকর্তারা ট্রাম্পের নিরাপত্তার বিষয়টি সমন্বয় করছে।
দেশটির ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন। ট্রাম্পের আদালতে হাজিরাকে কেন্দ্র করে নিউ ইয়র্কে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউইয়র্কের ইয়াং রিপাবলিকান ক্লাব বলেছে, আদালতমুখী সড়কের বিপরীত পাশে থাকা একটি পার্কে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে তারা। কংগ্রেসে ট্রাম্পের দৃঢ় সমর্থক গ্রিন বলেছেন, তিনি ঐ বিক্ষোভে অংশ নেবেন। এক টুইটার পোস্টে গ্রিন বলেন, বিক্ষোভ সাংবিধানিক অধিকার। ট্রাম্প সমর্থকদের অনেকে বিক্ষোভে অংশ নেওয়ার ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন।
নিউ ইয়র্ক পুলিশের এক বিবৃতিতে বলা হয়, প্রয়োজনমাফিক ব্যবস্থা নিতে তারা প্রস্তুত আছে। সবাই যেন শান্তিপূর্ণভাবে তাদের অধিকারের চর্চা করতে পারে, তা নিশ্চিত করা হবে। নিউ ইয়র্ক সিটি পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে তারা ম্যানহাটনে ট্রাম্প অর্গানাইজেশনের সদর দপ্তর ট্রাম্প টাওয়ারের চারপাশে নিরাপত্তা বেষ্টনী স্থাপন করেছে। ম্যানহাটনের ফৌজদারি আদালতের কাছের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
এনবিএস/ওডে/সি