ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
Logo
logo

একসঙ্গে অন্তঃসত্ত্বা আমেরিকার একই হাসপাতালের ১ ডাক্তারসহ ১০ নার্স!


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৪ মে, ২০২২, ০৪:০৫ পিএম

একসঙ্গে অন্তঃসত্ত্বা আমেরিকার একই হাসপাতালের ১ ডাক্তারসহ ১০ নার্স!

একসঙ্গে অন্তঃসত্ত্বা আমেরিকার একই হাসপাতালের ১ ডাক্তারসহ ১০ নার্স!

ওই ১১ জনের মধ্যে এক চিকিৎসক ছাড়া বাকি সবাই নার্স। অন্তঃসত্ত্বা ওই ১১ জন মিসৌরি হাসপাতালে একই বিভাগে কাজ করেন। এদের মধ্যে দুজন নার্সের একই সময়ে সন্তান জন্মের তারিখ নির্ধারণ করা হয়েছে।

মিসৌরির লিবার্টি শহরের এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের ঝড় উঠেছে। অনেকের প্রশ্ন, ওই হাসপাতালের পানিতে কিছু মেশানো নেই তো? লিবার্টি হাসপাতালের ওই হবু মায়েরা অবশ্য জানিয়েছেন, তাঁরা প্রত্যেকেই বাড়ি থেকে পানি নিয়ে আসেন।

ওই হাসপাতালে নর্থল্যান্ড ওবস্টেস্ট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগে কর্মরত নার্স হানা মিলার ‘গুড মর্নিং আমেরিকা’ শোয়ে জানিয়েছেন, একসঙ্গে ১১ জন অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় যে রসিকতা শুরু হয়েছে, তাকে অনেকেই সত্যি বলে ধরে নিয়েছেন। এ ঘটনার পর বহু নার্সই আর হাসপাতালের পানি খান না। এর মধ্যে ক’জন নার্স বাড়ি থেকে পানির বোতল আনতে শুরু করেছেন।