ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

বঙ্গবাজারের পুড়ে যাওয়া কাপড় কিনলেন তাহসান ও বুবলি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৩, ১০:০৪ পিএম

বঙ্গবাজারের পুড়ে যাওয়া কাপড় কিনলেন তাহসান ও বুবলি

 বঙ্গবাজারের পুড়ে যাওয়া কাপড় কিনলেন তাহসান ও বুবলি

বাংলাদেশের ইতিহাসে যেকটি স্মরণকালের ভয়াবহতম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এসবগুলোর মধ্যে ইতিহাসের  সাক্ষী হয়েছে এবারে ঢাকাবাসী। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন সাড়ে ছয় ঘণ্টায় ফায়ার সার্ভিসের ৫০ টি ইউনিট ও সেনা, নৌ, বিমানের সাহায্যে  নিয়ন্ত্রণে আসে সেই আগুন। অবশ্য ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় হাজার হাজার দোকান আর লাখো মানুষের স্বপ্ন।

এওইমধ্যে এমন হৃদয়বিদারক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সামর্থ্যবান মানবিক মানুষ ও বিভিন্ন দাতব্য সংস্থা। আর এই পথে এবারে তাদের সঙ্গী হলেন দেশের সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান ও চিত্রনায়িকা বুবলি।

তাহসান বঙ্গবাজারে পুড়ে যাওয়া একটি লুঙ্গি কিনেছেন। তবে স্বাভাবিক দামে নয়, লাখ টাকায়! আর এই টাকা যাবে ক্ষতিগ্রস্ত দোকানিদের সহায়তায়।

এদিকে চিত্রনায়িকা বুবলিও একই বেশ কিছু পুড়ে যাওয়া কাপড় কিনেছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের কাছ হতে। আর এই অর্থ অসহায় ক্ষতি গ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন বুবলি। তাদের এই মানবিক কাজে মুগ্ধতা জানিয়ে মন্তব্যও লিখে যাচ্ছেন অবশ্য তার ভক্ত ও নেটিজেনরা। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নেটিজেনরা করেছেন ভূয়সী প্রশংসা।

এ সময় বুবলি বলেন, এসব কাপড় কিনে আই অন্তত কিছুটা হলেও ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াতে পেরেছি ভেবে ভাল লাগছে। আমি সবাইকে অনুরোধ করব সবাইকে অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে।  

অভিনব এই সহযোগিতার পথটি করেছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ। তারা বঙ্গবাজারে পুড়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া কাপড়গুলো কিনে সংস্কারের পর বিক্রি করবেন মানুষের কাছে। এর মাধ্যমে প্রাপ্ত অর্থগুলো দেওয়া হবে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত দোকানিদের।

উল্লেখ্য, বঙ্গবাজারের অন্তত ছয়টি মার্কেটে আগুন লাগার দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকার বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।

এনবিএস/ওডে/সি