ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

কোরআন তেলাওয়াত করে প্রশংসিত ব্যান্ডশিল্পী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম

কোরআন তেলাওয়াত করে প্রশংসিত ব্যান্ডশিল্পী

 কোরআন তেলাওয়াত করে প্রশংসিত ব্যান্ডশিল্পী

দেশের জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘ওয়ারফেজ’। এই দলের গায়ক পলাশ নূর সংগীতের পাশাপাশি ধর্মকর্মের প্রতিও বেশ আগ্রহী। বরাবর তার কন্ঠে ব্যান্ডের গান শুনতেই অভ্যস্ত শ্রোতারা। এবার তিনি সবাইকে মুগ্ধ করলেন পবিত্র কোরআনের সূরা আর রহমান তেলাওয়াত করে।

২ এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও আপলোড করেছেন পলাশ নূর। যেখানে দেখা গেছে, এই গায়ক তার সুরেলা কন্ঠে সূরা আর রহমান-এর প্রথম ১৩ আয়াত তেলাওয়াত করছেন। ভিডিওটি শেয়ারের পর মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার সুমধুর কণ্ঠের তেলাওয়াত। অনেকেই তার প্রশংসা করে ভিডিওটি শেয়ার করতে থাকেন। কেউ কেউ প্রশংসামূলক মন্তব্যও করেছেন। এরইমধ্যে ভিডিওটি ১ লাখ ১৬ হাজারের বেশিবার দেখা হয়েছে।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মহাপবিত্র আল কুরআনের মহিমান্বিত সূরা আর রহমান-এর প্রথম ১৩ আয়াত তেলাওয়াত করার প্রচেষ্টা করলাম। ভুল হলে ক্ষমা করবেন। আমি সুরের মানুষ, যেকোন সুরই আমায় আকৃষ্ট করে। আমার কাছে যেকোনো কুরআন তেলাওয়াতের সুরই শ্রেষ্ঠ মনে হয়।

তিনি আরো লেখেন, ‘আমি যদি ক্বারী হতাম! সারাদিনই কুরআন তেলাওয়াতে মগ্ন থাকতাম! আল্লাহ আমাদের সহায় হউন, আমিন।’ এবারই প্রথম নয়, এর আগে আজান দেওয়ার একটি ভিডিও আপলোড করেছিলেন পলাশ।

আজান দেওয়ার সেই ভিডিওটি ফেসবুকে প্রকাশ করার পর তা ভাইরাল হয়েছিল। ২০০৭ সালে ‘রেডিও অ্যাকটিভ’ ব্যান্ড নিয়ে ডি রকস্টার প্রতিযোগিতার মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন পলাশ। ওই প্রতিযোগিতায় সেরা ব্যান্ড হয় ‘পাওয়ারসার্জ’, তবে সেরা ভোকালিস্ট হয়েছিলেন পলাশ। একটা সময় ‘রেডিও অ্যাকটিভ’ ছেড়ে পলাশ অ্যান্ড ফ্রেন্ডস (পিএনএফ) গড়েন। কিন্তু আবার ফিরে যান ‘রেডিও অ্যাকটিভ’-এ। আর সবশেষ যোগ দেন জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ-এ।

এনবিএস/ওডে/সি