ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

কন্যার ছবি প্রকাশ্যে আনলেন বিপাশা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম

কন্যার ছবি প্রকাশ্যে আনলেন বিপাশা

কন্যার ছবি প্রকাশ্যে আনলেন বিপাশা

জন্মের পর থেকেই দেবীর নানা মিষ্টি মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করতেন বিপাশা বসু এবং করণ সিংহ গ্রোভার। কিন্তু কখনও দেবীর ছবি প্রকাশ্যে আনেননি তারা। জন্মের ছ’মাস পর সবার সামনে বিপাশা ও করণের মেয়ে দেবী।

বুধবার, সম্ভবত অসাবধানতাবশত বিপাশার ইনস্টাগ্রাম স্টোরিতে দেবীর দুটি ছবি পোস্ট হয়ে যায়। সেই ছবিগুলির একটিতে দেখা গিয়েছে, মেয়েকে জড়িয়ে ধরে রেখেছেন বিপাশা। ক্যামেরার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে দেবী। কিছু ক্ষণের মধ্যেই স্টোরিটি মুছে ফেলেন অভিনেত্রী। পরেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেবীর দুটি ছবি শেয়ার করেন বিপাশা। সঙ্গে ক্যাপশন, হ্যালো দুনিয়া, আমি দেবী। দেবীর পরনে গোলাপি ফ্রক, মাথায় ফিতে।

ছবি শেয়ার করতেই পোস্টটিতে পছন্দের বন্যা বয়ে যায়। পোস্টটির মন্তব্য বাক্সে দেবী কার মতো দেখতে হয়েছে, তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। কেউ বলছেন দেবীকে দেখতে করণের মতো, কেউ বলছেন বিপাশার মতোই দেখতে হয়েছে। কাজল আগরওয়াল, সাগরিকা ঘাটগে, শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির মতো তারকারা আশীর্বাদ করেছেন দেবীকে। মার্চে চার মাস পূর্ণ হয়েছে দেবীর। সেই সময়ও তার ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন বিপাশা। তখন দেবীর পরনে ছিল হালকা গোলাপি রঙের জামা। হাতে একটি কার্ড, তাতে লেখা, চার মাস বয়স।

প্রায় এক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন বিপাশা এবং করণ। বিয়ের পাঁচ বছর পরে ২০২২-এর অগস্ট মাসে বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করে নিয়েছিলেন দুজনে। ১২ নভেম্বর জন্ম নেয় বিপাশা-করণের সন্তান দেবী বসু সিংহ গ্রোভার।

এনবিএস/ওডে/সি