এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম
যুক্তরাজ্যের ভিডিও গেম বাজারে মন্দা
বিদেশী সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েশন ফর ইউকে ইন্টারেকটিভ এন্টারটেইনমেন্টের (ইউকেআইই) সম্প্রতি এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক মন্দার শংকা, মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে গেমিং খাতের বাজারেও অবনমন হয়েছে। ২০২২ সালে যুক্তরাজ্যের ভিডিও গেম খাতের মূল্য ৫ দশমিক ৬ শতাংশ কমেছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত বছর কনসোলসহ গেমিং হার্ডওয়্যারের বিক্রি ১৯ শতাংশ কমে ২৬৯ কোটি ডলারে নেমে এসেছে। টেকটাইমসে প্রকাশিত খবরে বলা হয়, গত বছর যুক্তরাজ্যে এ খাতটির বাজার ছিল ৭০৫ কোটি ইউরো বা ৮০০ কোটি ডলারের, যা কভিড-১৯ মহামারী পূর্ববর্তী সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।
তাদের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে সফটওয়্যার বিক্রি বাড়লেও, গেমিং কনসোল বিক্রি ২৭ শতাংশ কমেছে। সাধারণত দুই বা তিন বছর পর নতুন ভার্সনের কনসোল বাজারে আনা হলে পুরনো ভার্সনের দাম অনেকটাই কমে যায়। এরই মধ্যে সনি জানিয়েছে, কভিড-১৯ মহামারীর কারণে গত বছর পিএস৫-এর বিক্রি কমেছে। গত বছর স্ট্রিমিং ও গেমের জন্য ভিডিও কনটেন্টের সংখ্যা ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। মহামারীর পর এর হার বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছিল।
বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে টেকটাইমসে আরও জানানো হয়, কভিড-১৯ মহামারী পরবর্তী সময়, মন্দার শঙ্কাসহ বিভিন্ন কারণে অন্যান্য বিনোদন খাতের মতো ভিডিও গেম ব্যবসাও বড় ধরনের লোকসানে মুখে রয়েছে। কেননা মূল্যস্ফীতির কারণে গ্রাহক পর্যায়ে ব্যয় অনেকাংশে কমে গেছে। নতুন জরিপের তথ্যানুযায়ী, রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধ, মূল্যস্ফীতি ও জ্বালানিতে অত্যধিক ব্যয়ের কারণে ভিডিও গেমে গেমারদের ব্যয় কমবে।
দ্য ইলেকট্রনিসক রিটেইলারস অ্যাসোসিয়েশনের (ইআরএ) ইয়ারবুক ২০২৩ অনুযায়ী গত বছর লেগো স্টার ওয়ারস: দ্য স্কাইওয়াকার সাগা; প্লেস্টেশন এক্সক্লুসিভ গড অব ওয়ার রাগনারক ও হরাইজন: ফরবিডেন ওয়েস্ট; পোকেমন লিজেন্ডস: আর্কিয়াস অন সুইচ এবং এল্ডের রিং যুক্তরাজ্যে সবচেয়ে বেশি বিক্রীত গেম ছিল।
এনবিএস/ওডে/সি