ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

অলিম্পিক চ্যাম্পিয়ন ডাউনি দু’বছর পর ফের আন্তর্জাতিক জিমন্যাস্টিক্সে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম

অলিম্পিক চ্যাম্পিয়ন ডাউনি দু’বছর পর ফের আন্তর্জাতিক জিমন্যাস্টিক্সে

 অলিম্পিক চ্যাম্পিয়ন ডাউনি দু’বছর পর ফের আন্তর্জাতিক জিমন্যাস্টিক্সে

সোমবার থেকে তুরস্কের আনতালিয়া শহরে শুরু হচ্ছে ইউরোপীয় জিমস্যাস্টিক্স চ্যাম্পিয়নশীপ। দু’বছর পর ব্রিটেনের জাতীয় দলে অন্তর্ভূক্ত হয়ে দলের সঙ্গে তুরস্কে রয়েছেন দুই বারের অলিম্পিক স্বর্ণজয়ী বেকি ডাউনি।

জাতীয় দলের হয়ে পুনরায় জিমন্যাস্টিক্সে খেলতে নামবেন বলে দারুণ খুশি ডাউনি। তিনি বলেন, পায়ের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠার পর এই প্রতিযোগিতার জন্য তাকে দলে নেওয়াটা মনে হয় সঠিক সিদ্ধান্ত।    

৩১ বছর বয়সী ডাউনি ২০২১ সালে বিশ্ব জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক আসরে অংশ নিচ্ছেন। ডাউনি বলেন, ‘ইনজুরি আমার ক্যারিয়ারে বড় ধরণের পরিবর্তন বয়ে এনেছে। সাধারণত পায়ের গোড়ালির কোনো ইনজুরি একজন জিমন্যাস্টের ক্যারিয়ার শেষ করে দেয়। তবে দল আমার প্রতি সত্যিকার অর্থেই আস্থা রেখেছে। আমি অনেক অনুশীলন করেছি যাতে সেই আস্থার প্রতিদান দিতে পারি।’

আগের ইনজুরি থেকে সুস্থ হওয়ার পর ডাউনি ২০২২ সালের জুন মাসে ফের পায়ের গোড়ালিতে আঘাত পান। ৯ মাস পর তিনি সুস্থ হয়ে চলতি বছরের মার্চ মাসে ব্রিটিশ চ্যাম্পিয়নশীপে অংশ নিয়ে স্বর্ণপদক লাভ করেন।

এনবিএস/ওডে/সি