ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ফটোগ্রাফারের প্রেমে মজেছেন তানজিন তিশা!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম

ফটোগ্রাফারের প্রেমে মজেছেন তানজিন তিশা!

 ফটোগ্রাফারের প্রেমে মজেছেন তানজিন তিশা!

 মহল্লার একটি ছবি তোলার স্টুডিও। যেখানে পাসপোর্ট সাইজের একটি ছবি তুলতে গিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। তার ছবি তুলে দেন ঐ স্টুডিওর মালিক ফটোগ্রাফার রাব্বী। সেখান থেকেই নানা নাটকীয়তার মধ্য দিয়ে শুরু হয় তাদের বন্ধুত্ব, যা একপর্যায়ে প্রেমে রুপ নেয়।

এ গল্প অবশ্য তানজিন তিশার ব্যক্তি জীবনের নয়। এই প্রেমের ঘটনা দেখা যাবে রোমান্টিক নাটকের অন্যতম নির্মাতা জাকারিয়া সৌখিনের ‘তোমার হতে চাই’ নাটকে। এর গল্পে তিশার চরিত্রের নাম অবনী এবং ফটোগ্রাফার রাব্বী চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

ঈদের বিশেষ এই নাটকটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। নির্মাতা সৌখিন বলেন, ‘পাড়ায়-মহল্লায় ছবি তোলার স্টুডিও ঘিরে এমন অসংখ্য প্রেমের গল্প হতো আগে। কালের বিবর্তনে এখন ছবিঘর প্রায় বিলুপ্তির পথে। আমি চেষ্টা করেছি ৯০ দশকের সেই স্টুডিও কেন্দ্রিক প্রেমময় ঘটনার রেশ তুলে ধরতে। যেন দর্শকরা নস্টালজিক হয়ে ওঠেন।’

জানা গেছে, এস কে সাহেদ আলীর প্রযোজনায় ‘তোমার হতে চাই’ নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এনবিএস/ওডে/সি