ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

মৌসুমীকে নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম

মৌসুমীকে নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

 মৌসুমীকে নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

 সম্প্রতি নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছেন চিত্রনায়িকা আরিফা পারভিন মৌসুমী। একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে এসে ক্যামেরার সামনে বলেন, ‘তিনি মারা গেলে তার মরদেহ যেন কেউ না দেখে এবং তার ছবি যেন সবাই মোবাইল ফোন থেকে মুছে ফেলেন। এমনকি টেলিভিশনে যেন তার সিনেমা না প্রচার করা হয় সে কথাও বলেন তিনি। পাশাপাশি হজে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন প্রিয়দর্শিনীখ্যাত এই অভিনেত্রী।

প্রথম সারির একজন সাংস্কৃতিক ব্যাক্তিত্বের এমন বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই তার সমালোচনা করেছেন। এবার মৌসুমীর ওই বক্তব্য নিয়ে কথা বলেছেন আলোচিত-সমালোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী।

৭ এপ্রিল (শুক্রবার) নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানেই মৌসুমীকে নিয়ে কথা বলেছেন এই বক্তা। যদিও সেখানে তিনি অভিনেত্রীর নাম উল্লেখ করেননি।

ভিডিওতে আজহারী বলেন, ‘সম্প্রতি বাংলাদেশে এক চিত্রনায়িকার আকুতির কথা শুনেছি। তিনি বলেছেন- আমার মৃত্যুর পর আমার সিনেমা, ভিডিওগুলো ডিলিট করে দেবেন। সারাজীবন পাপের পথে চলে, পাপের কর্মকাণ্ডে জড়িত থেকে শেষ জীবনে এটা বললে কি আসলে ডিলিট হয়। এ সোশ্যাল মিডিয়ার জগতে নিরঙ্কুশ স্বাধীনতা বলে কিছুই নেই। আমি চাইলেই কি সব কিছু ডিলিট করতে পারব। তাই আমরা শেষ সময়ে না বুঝে, শালীনতার পথে, সত্যের পথে, কল্যাণের পথে এখন থেকেই যেন থাকি। সময় চলে যাওয়ার পর যেন আমরা না বুঝি। আমাদের চিত্রনায়িকা যে বোন এ আকুতি পেশ করেছেন, আসলে কি তার পক্ষে গোটাবিশ্বে দর্শক-শ্রোতাদের কাছে তার মুভি, ভিডিওগুলোর যে সিন আছে, সেগুলো কি আসলে ডিলিট করা সম্ভব। দেখা যাবে, মৃত্যুর পরও সেগুলো চলতে থাকবে।’

অন্য চিত্রনায়িকাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এ বোনের কথা শুনে, রুপালি পর্দার অন্যান্য বোনেরা, আমরাও যেন একটু উপলদ্ধি করি, আমরা কোন পথে হাঁটছি। আমার কাজ, ক্যারিয়ার কি আল্লাহর সন্তুষ্টির পথে আছে? এটা দিয়ে কি আসলে গণমানুষের কল্যাণ হচ্ছে। নাকি অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছি। একটু চিন্তা করি আমরা। একটু চিন্তা করি আমাদের লাইফস্টাইল সম্পর্কে। মানুষের হৃদয়ে একটি নুর থাকে আর কুরআন একটি নুর। দুই নুর একত্রিত হলে আলোকিত হবে। প্রত্যেকের মধ্যে সেই সত্য আছে। একটু চিন্তা করলেই বেরিয়ে আসবে। সঠিক উত্তর পেয়ে যাবেন। চলচ্চিত্র জগতের পথটা কেমন। তবে শালীনভাবে কোনো কিছু উপস্থাপন করলে ভিন্নকথা। অশ্লীলতার দিকে ধাবিত করে এমন চলচ্চিত্র, এগুলোর জন্য আমরা কি জবাব রেডি করেছি।’

আজহারী আরো বলেন, ‘আমার যে বোন সোশ্যাল মিডিয়াতে যে আকুতি পেশ করেছেন, তার লাশ যেন কাউকে না দেখানো হয়। মৃত্যুর পর যেন ভিডিও ডিলিট করে দেওয়া হয়। তার (মৌসুমী) দিকে খেয়াল করে অন্যান্য বোন তাদের লাইফস্টাইল নিয়ে একটু ভেবে দেখবেন। আমাদের দেশের অনেক বোনকে দেখেছি এবং ভারত ও পশ্চিমা বিশ্বের অনেক বোনকে দেখেছি, তারা সঠিক পথে ফিরে এসেছেন। অশ্লীলতার পথ থেকে ফিরে এসেছেন।’

এনবিএস/ওডে/সি