ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

১৩৮ বছর পর পরিবারে জন্ম নিল মেয়ে শিশু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম

১৩৮ বছর পর পরিবারে জন্ম নিল মেয়ে শিশু

 ১৩৮ বছর পর পরিবারে জন্ম নিল মেয়ে শিশু

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানে থাকে পরিবারটি। ১৮৮৫ সালে সর্বশেষ তাদের পরিবারে সর্বশেষ মেয়ে শিশুর জন্ম হয়েছিল।  এরপরে পরিবারটির বংশবৃদ্ধি হলেও হচ্ছিল না কোনো মেয়ে। অবশেষে সেই খরা কেটেছে। ১৩৮ বছর পর পরিবারটিতে প্রথম কোনো মেয়ে শিশু জন্ম নিয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, ১৩৮ বছর পর মিশিগানের একটি পরিবারে মেয়ে শিশুর জন্ম হয়েছে। নবজাতককে স্বাগত জানিয়েছে তার পরিবার। ওই শিশুর নাম দেওয়া হয়েছে অড্রে। তার বাবা অ্যান্ড্রু ক্লার্ক ও মা ক্যারোলিন ক্লার্ক।

অ্যান্ড্রু ক্লার্কের পারিবারিক ইতিহাসে ১৩৮ বছরের মধ্যে অড্রে প্রথম মেয়ে শিশু। গত ১৭ মার্চ পৃথিবীতে আসে এই নবজাতক।

সম্প্রতি গুড মর্নিং আমেরিকা টিভি শোতে আসেন অ্যান্ড্রু ক্লার্ক, ক্যারোলিন ক্লার্ক ও অড্রে। ওই শোতে অ্যান্ড্রু দাবি করেন, ১৮৮৫ সালের পর অড্রেই তার বংশের প্রথম মেয়ে।

অনুষ্ঠানে ক্যারোলিনা বলেন, ‘আমাদের বিয়ের পরেই অ্যান্ড্রু আমাকে বলেছিল, তাদের পরিবারে সব ছেলেই জন্ম নেয়। গত ১০০ বছরের বেশি সময় ধরে প্রথার মতো এটি চলে আসছে। তবে, আমি তার কথা বিশ্বাস করতে পারছিলাম না।’

অড্রের মা আরও বলেন, ‘আমার শাশুড়িও আমাকে একই কথা বলেছেন। তার পরেই আমি এটি মানতে বাধ্য হয়েছি। আমার স্বামীর চাচাতো ভাইদের মেয়ে থাকলেও আমার শ্বশুর বা তার বাবা ও তার বাবার ঘরে কোনো মেয়ে জন্মায়নি।’

দ্য ইন্ডিপেন্ডেন্টকে ক্যারোলিনা বলেন, ‘আমার একটি চার বছরের ছেলে রয়েছে। সর্বশেষ আমার একটি মেয়ে হয়েছে। মেয়ের জন্মের দিন আকাশে রংধনু ছিল। দিনটি আমাদের জন্য অনেক শুভ ছিল।’

২০২১ সালে ক্যারোলিনের গর্ভের সন্তান নষ্ট হয়। ১৫ মাস পরে সে আবার গর্ভধারণ করে। সেই গর্ভেই জন্ম নেয় অড্রে। অ্যান্ড্রু ও ক্যারিলোনা দম্পতি জানান, ২০২২ সালের সেপ্টেম্বরে তারা গর্ভে থাকা সন্তানের লিঙ্গ সম্পর্কে জানতে পারেন। যখন অ্যান্ড্রু বিষয়টি শোনেন তিনি হতবাক হয়ে যান। বর্তমানে এই শিশু সুস্থ রয়েছে। এমনকি পরিবারের ছোট থেকে বড় সবার আদর পাচ্ছে মেয়ে শিশুটি।

এনবিএস/ওডে/সি