এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম
ট্রাম্প নির্দোষ কিন্তু মেলেনিয়া ক্ষুব্ধ!
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘এ্যাফেয়ার’ বা বিশেষ সম্পর্ক নিয়ে তার স্ত্রী মেলানিয়া বরাবরের মত এখনো অসন্তষ্ট ও রাগান্বিত। কিন্তু তাকে বাস করতে হয় নীরবতার মত ‘বর্ম’ নিয়ে। মেলানিয়ার এক ঘনিষ্ঠ এবং হোয়াইট হাউসে তার প্রাক্তন সহযোগী স্টেফানি ওলকফ উইনস্টন ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলকে বলেছেন, সাবেক এই ফার্স্ট লেডি ট্রাম্পের সঙ্গে সম্পর্কচ্ছেদে তালাকের জন্য কখনও ফাইল করবেন না।
আদালতে সাবেক প্রেসিডেন্ট নির্দোষ প্রমাণিত হওয়ার মঙ্গলবার মার-এ-লাগোতে ট্রাম্পের সেলেব্রেটি পার্টিতে মেলানিয়া অনুপস্থিত ছিলেন। ট্রাম্পের সন্তানরা বেশ হাশিখুশি ছিলেন এ উদযাপনে। কিন্তু মেলানিয়ার অনুপস্থিতির কারণ হচ্ছে পর্নোতারকাদের সঙ্গে সম্পর্কের কারণে ট্রাম্পের ওপর সাবেক ফার্স্টলেডি সাংঘাতিক রকম বিরক্ত ও নাখোশ। কিন্তু মেলানিয়া এ বিরক্ত প্রকাশ করেন না কারণ তাকে ‘অস্বীকারের একটি হাতির দাঁতের টাওয়ারে বসবাস করতে হয়।’ এজন্যে স্বামী ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মেলানিয়া পাথরের নীরবতাকে ‘বর্ম’ হিসেবে ব্যবহার করেন।
নিউইয়র্ক সিটিতে জেলা অ্যাটর্নির আদালতে ট্রাম্পের পাশে মেলানিয়া ছিলেন না। ট্রাম্প পরিবারের সদস্যরা যখন মার-এ-লাগো বলরুমের পার্টিতে উপস্থিত হলেন সেখানেও মেলানিয়া অনুপস্থিত থেকে বুঝিয়ে দিলেন তিনি এব্যাপারে ট্রাম্পের সাথেও নেই, পাছেও নেই। স্টেফানি বলেন এত সরলভাবে ট্রাম্প ও মেলানিয়ার সম্পর্ককে দেখলে চলবে না। ম্যাকডুগাল ও স্টর্মি ড্যানিয়েলসকে ট্রাম্পের চুপচাপ অর্থ প্রদানের বিষয়ে মেলানিয়া অবশ্যই ক্ষিপ্ত। অবশ্যই সে ডোনাল্ডের ব্যাপার সম্পর্কে জানে, সে সবই জানে। কিন্তু তার নীরবতা তার মর্যাদা। তিনি তার স্বামীর পাশে সময়মত দাঁড়াবেন, যেমন তিনি সবসময় করেন। আমি মনে করি না যে মেলানিয়া ট্রাম্পের আচরণে অপমানিত হয়েছেন - তবে তিনি রাগান্বিত।
এনবিএস/ওডে/সি