এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম
এবার ১৩ প্রশ্নের মুখোমুখি নায়ক ইমন
‘১৩ টি প্রশ্ন’ অনুষ্ঠানে এবারের অতিথি এ সময়ের জনপ্রিয় চিত্র নায়ক ইমন। মুখোমুখি হবেন ১৩ প্রশ্নের। জবাব দিবেন সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্নের। জানাবেন দর্শকদের তার নানা কথা। এমনটিই জানালেন অনুষ্ঠান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানটি প্রচার হবে রোববার (৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে।
শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনা ও সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় তুমুল জনপ্রিয় অনুষ্ঠান ৩০০ সেকেন্ডের পর এবার চ্যানেল আইয়ে শুরু হয়েছে নতুন অনুষ্ঠান "১৩ টি প্রশ্ন"।
এই অনুষ্ঠানটিও ইতোমধ্যে জমে উঠেছে শাহরিয়ার নাজিম জয়ের বুদ্ধিদীপ্ত উপস্থাপনায়। তাী তীক্ষ্ণ প্রশ্নে মুখোমুখি হচ্ছেন সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার বিশিষ্টজনেরা। এ অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিকে ১৩টি প্রশ্ন করা হয় এবং অতিথিরা এই ১৩টি প্রশ্নের উত্তর দেন। আর এ প্রশ্নের মাধ্যমে দর্শকরা জানতে পারেন অতিথির জীবন ও কর্মভিত্তিক নানান বিষয়।
সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় প্রতিদিন রাত দশটা দশ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে
এনবিএস/ওডে/সি