ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

সুখবর দিতে যাচ্ছেন বরুণ ধাওয়ান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম

সুখবর দিতে যাচ্ছেন বরুণ ধাওয়ান

 সুখবর দিতে যাচ্ছেন বরুণ ধাওয়ান

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান স্ত্রী নাতাশাকে নিয়ে মুম্বাইয়ে এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যেতে দেখা গেছে। সেখান থেকে বেরোনোর সময় অভিনেতাকে ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রীরা। তারপর থেকেই গুঞ্জন, খুব শিগগিরই খুশির খবর আসতে চলেছে ধাওয়ান পরিবারে। বাবা হতে চলেছেন বরুণ!

‘বিগ বস ১৬’-র মঞ্চে ছবির প্রচারের গেলে সঞ্চালক সালমান খান বরুণের হাতে একটি খেলনা তুলে দেন, তখন থেকেই জল্পনা শুরু। সালমান উল্লেখ করেছিলেন, এটা বাচ্চার জন্য। তখন থেকেই খানিকটা ইঙ্গিত মিলেছিল।

সাধারণত বলি তারকাদের সম্পর্ক থেকে শুরু করে বিয়ে— সবটাই আড়ালে রাখার চেষ্টা করা হয়। তাই আগে থেকে কেউই প্রকাশ্যে মুখ খুলতে চান না। যদিও বরুণের জীবনের এই সুখবর শুনতে উৎসুক তার অনুরাগীরা।

এনবিএস/ওডে/সি