ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

উত্তর আয়ারল্যান্ডে বাইডেনের সঙ্গে দেখা করবেন ঋষি সুনাক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম

উত্তর আয়ারল্যান্ডে বাইডেনের সঙ্গে দেখা করবেন ঋষি সুনাক

 উত্তর আয়ারল্যান্ডে বাইডেনের সঙ্গে দেখা করবেন ঋষি সুনাক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে উত্তর আয়ারল্যান্ডে দেখা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রেসিডেন্ট বাইডেন আগামী সপ্তাহে উত্তর আয়ারল্যান্ডে যাবেন এবং সেখানেই তার সঙ্গে সুনাকের সাক্ষাৎ হবে। মূলত গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫তম বার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যাবেন বাইডেন। এ

রয়টার্সের খবরে বলা হয়েছে, ১৯৯৮ সালে স্বাক্ষরিত গুড ফ্রাইডে শান্তি চুক্তিতে মধ্যস্ততায় সাহায্য করার পর থেকে যুক্তরাষ্ট্র উত্তর আয়ারল্যান্ডের রাজনীতিতে একটি প্রভাবশালী দেশ হিসেবে কাজ করছে এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার কারণে সৃষ্ট উত্তেজনা থেকে সেখানে শান্তি রক্ষারও চেষ্টা করছে।

হোয়াইট হাউস জানিয়েছে, গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার এবং বুধবার আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের দক্ষিণাঞ্চলে যাওয়ার আগে প্রেসিডেন্ট বাইডেন উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট যাবেন। পরে তিনি ডাবলিনের পার্লামেন্টে ভাষণ দেবেন। এরপর শুক্রবার ব্যালিনাতে ১৯ শতকের প্রাচীন একটি ক্যাথিড্রালের সামনে বক্তৃতা করবেন বাইডেন।

এছাড়া গুড ফ্রাইডে শান্তি চুক্তির বার্ষিকী উপলক্ষে বুধবার একটি গালা ডিনারের আয়োজনও করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সুনাক।

মূলত নিজের আইরিশ শিকড় নিয়ে গর্ব করেন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরের সময় তিনি আইরিশ প্রজাতন্ত্রেও সময় কাটাবেন এবং সেখানে তিনি ডাবলিন ও নিজের দু’টি পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ১০ এপ্রিল গুড ফ্রাইডে চুক্তি স্বাক্ষরিত হয়। এই শান্তি চুক্তি মূলত তিন দশকের সাম্প্রদায়িক রক্তপাতের অবসান ঘটিয়েছিল।

এনবিএস/ওডে/