ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঊর্বশী ও নওয়াজউদ্দিনকে আইনি নোটিশ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৩, ১০:০৪ পিএম

ঊর্বশী ও নওয়াজউদ্দিনকে আইনি নোটিশ

 ঊর্বশী ও নওয়াজউদ্দিনকে আইনি নোটিশ

 বিজ্ঞাপনের বিভ্রান্তমূলক তথ্য প্রচার করায় একটি গেমিং ওয়েবসাইটকে আইনি নোটিশ দিয়েছে ভারতের সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ)। এই গেমিং সংস্থার ব্র্যান্ড এম্বেসেডর ছিলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও ঊর্বশী রাউটেলা। এবার তাদেরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ওই গেমিং সংস্থার পক্ষ থেকে গণমাধ্যমে প্রচার করা বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, ২০১৫ সাল থেকে ব্যবহারকারীদের কাছে তাদের সাইট নাকি সব থেকে বিশ্বাসযোগ্য। সামাজিকমাধ্যমেও এই সংক্রান্ত বিজ্ঞাপন দিয়েছে তারা। কিন্তু এই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে।

ওই সংস্থার বিজ্ঞাপনে যা যা দাবি করা হয়েছে, তার সমর্থনে প্রযোজনীয় কাগজপত্র প্রমাণসহ চেয়েছে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি। কেন্দ্রীয় সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়, এই কোম্পানির হয়ে যে যে তারকা প্রচার করেছেন এবং এই বিজ্ঞাপনগুলোকে সমর্থন করছেন, তাদেরকেও নোটিশ পাঠানো হয়েছে। তার মধ্যে নওয়াজ ও ঊর্বশীর নামও রয়েছে।

সিসিপিএ এই দুই তারকার কাছে জানতে চেয়েছে, গেমিং সংস্থাটির যাবতীয় দাবি যে সত্য, সেই বিষয়ে তারা কী ভাবে নিশ্চিত হলেন? যদি তারা বিজ্ঞাপনের সত্যতা সম্পর্কে অবগত না থাকেন, তা হলে কেন প্রচারকার্যে রাজি হলেন?

এনবিএস/ওডে/সি