ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিয়ের ১০ বছর পর মা হলেন ‘বালিকা বধূ’!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৩, ১০:০৪ পিএম

বিয়ের ১০ বছর পর মা হলেন ‘বালিকা বধূ’!

 বিয়ের ১০ বছর পর মা হলেন ‘বালিকা বধূ’!

অভিনেত্রী নেহা মর্দা ভারতের হিন্দী ধারাবাহিক ‘বালিকা বধূ’তে অভিনয় করে পরিচিতি পান। এটি এতোটাই জনপ্রিয় হয়েছিল যে, নেহাকে মানুষ তার মূল নামে যতটা চিনতো তার চেয়েও বেশি চিনতো ‘বালিকা বধূ’ নামে। এই অভিনেত্রী ১০ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু এতোদিন সন্তানের মুখ দেখতে পাননি। এবার সেই আশা পূরণ হলো। অবশেষে মা হলেন এই অভিনেত্রী। আনন্দবাজার

জানা গেছে, সন্তান জন্মদানের সময় কঠিন সমস্যার মুখোমুখি হন নেহা। এরপর তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেত্রীকে। এরপর ৭ এপ্রিল পৃথিবীর আলো দেখল তার প্রথম সন্তান। যদিও নির্ধারিত সময়ের আগেই পৃথিবীতে এনেছেন শিশুকে। তাই আপাতত এনআইসিইউ-এর শিশুসুরক্ষা কক্ষে রাখা হয়েছে নেহার সদ্যোজাত কন্যা সন্তানতে।

ইতোমধ্যেই শারীরিক ধকল সামলে উঠেছেন নেহা। তিনি বলেন, ‘আমার কাছে খুব অল্প সময়ের জন্যই ছিল আমার কন্যা। প্রিম্যাচিওর হয়েছে, তাই এনআইসিইউ-তে আছে। ওর কিছুটা ওজন বাড়ুক, তারপর আমরা বাড়ি ফিরব।’

এনবিএস/ওডে/সি