এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম
ফ্রান্সে বিস্ফোরণে ভবন ধসে নিহত ২, আটকা রয়েছেন ৬ জন
ফ্রান্সের মার্সেই নগরীতে রোববার এক বিস্ফোরণের পর চার তালা একটি আবাসিক ভবন ধসে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৬ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন। গ্যাস নি:সরনের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গার্ডিয়ান
বিস্ফোরণের ধাক্কায় ভবনটি ধসে পড়ে সেগুলোতে আগুন ধরে যায়। আগুনের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। দুর্ঘটনার ২৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়। শতাধিক দমকল কর্মী আগুন নেভানো ও উদ্ধার কাজ চালান। ধ্বংসস্তুপ থেকে উদ্ধার পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আঘাত গুরুতর হলেও আশংকাজনক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরো ছয়জনকে চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। তারা মূলত আতঙ্কগ্রস্ত ছিলেন।
তৃতীয় আরেকটি ভবন আংশিক ধসে পড়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়েছে। ওই এলাকায় আরো প্রায় ৩০টি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। তবে যে ভবন দু’টি ধসে পড়েছে সেগুলোর কাঠামোতে কোনো ধরনের সমস্যা ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী । এ দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
দমকল বিভাগ জানায় যে, নিহতদের মরদেহ উদ্ধার করতে সময় লাগবে। ধ্বংসস্তুপের নীচ থেকে দু’টি মরদেহ উদ্ধার করা হয় আজ সোমবার সকালে। দমকল কর্মীরা আটকা পড়া অন্তত ৬ জনকে উদ্ধার করার চেষ্টা করছেন। রোববার স্থানীয় কৌসুলী ডোমিনিক লরেন্স বলেন, ৮ জন ফোন কলের কোন জবাব দিচ্ছেন না। মার্সেইর মেয়র বেনোইট পায়েন এক বিবৃতিতে বলেন, উদ্ধার কাজ চালাতে সবাই প্রতিশ্রুতিবব্ধ।
এনবিএস/ওডে/সি