ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভেঙ্গে গেল টেইলর সুইফটের সংসার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৩, ০৯:০৪ পিএম

ভেঙ্গে গেল টেইলর সুইফটের সংসার

 ভেঙ্গে গেল টেইলর সুইফটের সংসার

মার্কিন কন্ঠশিল্পী টেইলার সুইফট ৬ বছর আগে সংসার পেতেছিলেন ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে। বিয়ে না করলেও তাদেরকে সুখি কাপল হিসেবেই জানতো সবাই। কিন্তু এবার ভেঙ্গে গেল তাদের ছয় বছরের প্রেমের সম্পর্ক। তবে কেন তাদের এই বিচ্ছেদ, সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। গণমাধ্যমকর্মীরা সম্পর্ক ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে দুজনার কেউই কোনো মন্তব্য করেননি।

৩৩ বছর বয়সী গায়িকা টেইলর সুইফটের জীবনে প্রেম নতুন কোনো বিষয় না। এর আগে তিনি টম হিডেলস্টোন, কেলভিন হ্যারিস, হ্যারি স্টাইলস, কনর কেনেডি, জো জোনাস ও জ্যাক জিলেনহলের সঙ্গে প্রেম করেছেন।

টেলর সুইফট ও তার প্রেমিক জো অ্যালউইনকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৭ সালের জুন মাসে। তখন ন্যাসভিলের এক বেলকনিতে বসে কফি পান করতে দেখা যায় তাদের। এর প্রায় এক মাস পর মাথায় হুডি চাপিয়ে দুজনকে নিউইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা যায়।  

হলিউড তারকা টম হিডেল স্টোনের সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদের পর উঠতি তারকা জোয়ের সঙ্গে গোপনে প্রেমের সম্পর্কে জড়ান টেইলর। সম্পর্কের শুরুর দিকে লন্ডনে ছদ্মবেশ নিয়ে জোয়ের সঙ্গে দেখা করেন তিনি।

এনবিএস/ওডে/সি