ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

ইউরোপীয় ইউনিয়ন ক্ষমতার অপব্যবহার করছে: ভিক্টর অরবান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ মে, ২০২২, ১২:০৫ পিএম

ইউরোপীয় ইউনিয়ন ক্ষমতার অপব্যবহার করছে: ভিক্টর অরবান

ইউরোপীয় ইউনিয়ন ক্ষমতার অপব্যবহার করছে: ভিক্টর অরবান

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ব্রাসেলসভিত্তিক ইউরোপীয় ইউনিয়ন ক্ষমতার অপব্যবহার করছে। তিনি নিজের দেশকে পশ্চিমা আত্মঘাতী তৎপরতা থেকে দূরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

গতকাল (সোমবার) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সময় তিনি এসব কথা বলেন। হাঙ্গেরির সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন করে সরকার গঠন করছে। গতমাসে হাঙ্গেরির এই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভিক্টর অরবান বলেন, “ইউরোপীয় ইউনিয়ন প্রতিদিন ক্ষমতার অপব্যবহার করছে এবং তারা আমাদেরকে এমন কিছু করতে বাধ্য করছে যা আমরা চাই না।” তার মতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুন্ন করছেন এবং তারা ‘ইউনাইটেড স্টেট অফ ইউরোপ’ গড়ার চেষ্টা করছেন।

ভিক্টর অরবান দাবি করেন, পশ্চিম এবং পূর্ব ইউরোপের মধ্যকার সাংস্কৃতিগত বিভাজন দিন দিন বাড়ছে। তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত হাঙ্গেরি স্বাধীন সার্বভৌম দেশ থাকবে ততক্ষণ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে তার স্বার্থ থাকবে। আমরা শুধু ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য সদস্য হইনি, কার্যকর সদস্য হওয়া আমাদের লক্ষ্য।”

তিনি সংসদকে নিশ্চিত করেন যে, ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেল-গ্যাসের ওপর নতুন করে যে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে তার সরকার তা মানবে না, যতক্ষণ পর্যন্ত হাঙ্গেরির জ্বালানি নিশ্চয়তা না আসে। তিনি সুস্পষ্ট করে বলেন, ইউরোপের ভেতরে থেকেই হাঙ্গেরি স্বাধীন নীতি অনুসরণ করবে এবং ন্যাটো জোটের সদস্য হওয়ার ব্যাপারেও একই নীতি বহাল থাকবে।খরব পার্সটুডে/এনবিএস/২০২২/একে