ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ট্রুথ সোশ্যাল ফ্লপ, ট্রাম্পের সম্পদ কমলো ৭০ কোটি ডলার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৩, ০৮:০৪ পিএম

ট্রুথ সোশ্যাল ফ্লপ, ট্রাম্পের সম্পদ কমলো ৭০ কোটি ডলার

ট্রুথ সোশ্যাল ফ্লপ, ট্রাম্পের সম্পদ কমলো ৭০ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদ ৩.২ বিলিয়ন থেকে আড়াই বিলিয়ন ডলারে নেমে এসেছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবসায় তিনি লোকসান দিয়েছেন। এই এক ব্যবসায় ট্রাম্পকে লোকসান গুনতে হয়েছে সাড়ে ৫শ মিলিয়ন বা ৫৫ কোটি ডলার। তাকে টুইটার থেকে নিষিদ্ধ করার পর তিনি নিজেই সোশ্যাল মিডিয়া খোলার উদ্যোগ নেন। এ উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হল। 

টুইটার থেকে নিষিদ্ধ করে তাকে তার অনুসারীদের সাথে যোগাযোগের প্রাথমিক উপায় থেকে বঞ্চিত করা হয়েছিল। অনেকে তাকে পরামর্শ দিয়ে বলেন ট্রাম্প যদি নিজেই সোশ্যাল মিডিয়া খুলেন তাহলে তার সম্পদে বিলিয়ন বিলিয়ন ডলার যোগ হতে পারে। ট্রাম্প পরিকল্পনা ঘোষণা করার সাথে সাথেই, সমর্থকরা ট্রুথ সোশ্যালের বিশেষ উদ্দেশ্য অধিগ্রহণ সংস্থা বা এসপিএসি-তে ঢোকে। শুরুতে সাড়াও মেলে প্রচুর। কিন্তু ২২ বিলিয়ন ডলারের ব্যবসায় ট্রাম্পকে সুদ গুনতে হয় ১৯ বিলিয়ন। 

শেষ পর্যন্ত ট্রাম্পের প্রাণঘাতী ভক্তরাও ট্রুথ সোশ্যাল থেকে মুখ ফিরিয়ে নেয়। বিচার বিভাগ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং আর্থিক নিয়ন্ত্রক সংস্থা সকলেই ট্রাম্পের উদ্যোগটি পরীক্ষা করছে, ব্যবসায়িক কার্যকলাপ এবং এসপিএসি এবং ট্রাম্পের ব্যবসার মধ্যে যোগাযোগের মতো বিষয়গুলি দেখছে। এরপর ইলন মাস্ক টুইটার কিনে ট্রাম্পের ওপর থেকে এর নিষেধাজ্ঞা তুলে দেন। এটি ট্রাম্পের সোশ্যাল মিডিয়ার ব্যবসাকে আরো দুর্বল অবস্থানে নিয়ে যায়। বিশ্বে টুইটারের আরও রক্ষণশীল সংস্করণ প্রয়োজন এমন উপলব্ধি থেকে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া থেকে মুখ ফিরিয়ে নেয় ভক্তরা। 

অথচ ট্রাম্প মনে করেছিলেন বা তার বিনিয়োগকারী উপস্থাপনা প্রস্তাব করেছিল যে অ্যাপটি ২০২৬ সালের মধ্যে ৮১ মিলিয়ন ব্যবহারকারীকে আকর্ষণ করবে। কিন্তুলাইভ হওয়ার এক বছরেরও বেশি সময় পরে, এটির আনুমানিক ৫ মিলিয়ন ব্যবহারকারীকে ধরতে পেরেছে। ২০২৩ সালের বিশ্ব বিলিয়নেয়ারদের তালিকায় ট্রাম্পের স্থান ২০৫ থেকে কমিয়ে ১,২১৭ নম্বরে ঠেলে দিতে সাহায্য করেছে। সোশ্যাল ট্রুথে ট্রাম্পের লক্ষ্য অর্জন হতে তাকে ১৪০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

ট্রাম্পের অন্যান্য ব্যবসা ভাল যাচ্ছে না। ঋণও বাড়ছে ট্রাম্পের। ম্যানহাটনের পোর্টফোলিওর মূল্য আনুমানিক ৭৭০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে যা এক বছর আগে ১ বিলিয়ন ডলার থেকে কম। ক্রমবর্ধমান সুদের হার ট্রাম্পকে লোকসান দিতে বাধ্য করেছে। 

এনবিএস/ওডে/সি