ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

যে কারনে শাহরুখকে লাখ টাকা দিয়ে সাহায্য করেছিলেন জুহি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম

যে কারনে শাহরুখকে লাখ টাকা দিয়ে সাহায্য করেছিলেন জুহি

যে কারনে শাহরুখকে লাখ টাকা দিয়ে সাহায্য করেছিলেন জুহি

 শাহরুখের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্ব জুহির। অভিনয়ের জগতের গণ্ডি পেরিয়ে একসঙ্গে কেকেআরের মালিকানা সামলেছেন তারা। এক কথায়, জুহি শাহরুখের সময়-অসময়ের বন্ধু। ২০২১ সালের অক্টোবরে মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরী থেকে গ্রেপ্তার হন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ঘটনার পর বছরের বেশি সময় কেটে গেছে। তবে তাদের কঠিন সময়ে কেন সাহায্য করেছিলেন, মুখ খুললেন জুহি চাওলা। 

অভিনেত্রী জানান, যা হয়েছে তা একেবারে অপ্রত্যাশিত। জুহির কথায়, আমরা জানতাম না এমন কিছু অপেক্ষা করে আছে। সেই সময় দাড়িয়ে যেটা আমার সঠিক মনে হয়, সেটাই করেছি। 

গ্রেপ্তার হওয়ার পর প্রায় মাস খানেক জেলে কাটাতে হয় আরিয়ান খানকে। এরপর এক লাখ টাকা ব্যক্তিগত বন্ডে সই করেন জুহি চাওলা। জামিনে ছাড়া পান আরিয়ান। খান পরিবারের ওই বিপদের দিনে অনেকেই এগিয়ে আসেন, তবে যিনি সাতপাঁচ না ভেবে তাদের কঠিন সময়ে বল জোগান, তিনি জুহি চাওলা।  

এনবিএস/ওডে/সি