ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

মুক্তি পাচ্ছে সাকিব আল হাসানের শর্ট ফিল্ম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৩, ০৯:০৪ পিএম

মুক্তি পাচ্ছে সাকিব আল হাসানের শর্ট ফিল্ম

 মুক্তি পাচ্ছে সাকিব আল হাসানের শর্ট ফিল্ম

 বাইশ গজ থেকে লাইট ক্যামেরা একশনের দুনিয়ায় অনেক আগেই নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এতোদিন বিজ্ঞাপন চিত্রে দেখা গেলেও এবার তিনি অভিনয় করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।

একটি মোবাইল কোম্পানির জন্য তৈরীকৃত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মুক্তি পেতে যাচ্ছে ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’ নামের এই চলচ্চিত্রটি। বিষয়টি সামাজিক মাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছেন এই অলরাউন্ডার।

আয়ারল্যান্ড সিরিজ চলাকালীন চট্টগ্রামের সিআরবিতে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের শুটিং করেছিলেন সাকিব। তিনি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন, প্রান্তর দস্তিদারসহ আরও বেশ কয়েকজন গুণী অভিনেতা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সব কাজ শেষ, এখন শুধু মুক্তির অপেক্ষা। কাক্সিক্ষত মুক্তির পরই সাকিব ভক্তরা তাদের নায়ককে দেখতে পাবেন পর্দাতেও।

এনবিএস/ওডে/সি