ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

এবার ঈদেও মাহফুজুর রহমানের চমক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৩, ০৯:০৪ পিএম

এবার ঈদেও মাহফুজুর রহমানের চমক

 এবার ঈদেও মাহফুজুর রহমানের চমক

প্রতি বছর ঈদেই এটিএন বাংলা চ্যানেলের ঈদ আয়োজনে ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠানে চমক থাকে। তার গান দর্শকদের কাছে যেন অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। আসছে ঈদুল ফিতর উপলক্ষে তিনি একটি হিন্দি গানের ভিডিও অ্যালবাম প্রকাশ করেছেন। গানগুলো হিন্দি হলেও এই অ্যালবামটির নাম ‘হৃদয় তোমাকেই চায়’। এর প্রত্যেকটি গান শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও এটিএন বাংলা এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজে থেকে মুক্তি পেয়েছে।

মূলত, বেশ কিছু হিন্দি গান কাভার করেছেন ড. মাহফুজুর রহমান। ইতোমধ্যে ‘রাফতা রাফতা’, ‘প্যায়ার ভারে দো শার্মীলে ন্যান’, ‘ও মেরে সামনে’ শিরোনামের তিনটি গান মুক্তি পেয়েছে। নতুন করে এসব গানের সংগীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ। এটিএন বাংলার স্টুডিওতেই গানগুলোর চিত্রায়ণ সম্পন্ন হয়। এবার ঈদে সেই গানগুলো চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।

এনবিএস/ওডে/সি