ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

হিল্লোলের সিক্রেট ফাঁস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৩, ০২:০৪ পিএম

হিল্লোলের সিক্রেট ফাঁস

 হিল্লোলের সিক্রেট ফাঁস

অনেকদিন হলো অভিনয়ে নেই আদনান ফারুক হিল্লোল। তিনি এখন ফুড ব্লগার হিসেবেই পরিচিত। সম্প্রতি হিল্লোল এবং উপস্থাপিকা-অভিনেত্রী নওশীন নাহরীন মৌয়ের বিয়ের এক দশক পূর্ণ হলো। ২০১৩ সালের ১ মার্চ তারা বিয়ে করেছিলেন। এখন দুজনই সুখের সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে। গত ১৩ জুলাই তাদের সংসারের প্রথম সন্তান মাহভিশার জন্ম হয়।

সম্প্রতি মেয়েকে নিয়ে প্রথমবার বাংলাদেশেও এসেছেন হিল্লোল-নওশীন। যদিও ফুড ব্লগিং এবং বিভিন্ন ইভেন্টের কাজে বছরে বেশ কয়েকবার হিল্লোলকে দেশে আসতে হয়। তবে নওশীন অনেকদিন পরই পা রাখলেন বাংলাদেশে। ঈদের পর আবার ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। ঈদের বিশেষ এই আয়োজনে উপস্থিত হয়ে তারা জানিয়েছেন তাদের সম্পর্কের নানা জানা-অজানা কথা। উপস্থাপিকার প্রশ্নের উত্তরে হিল্লোলের কিছু সিক্রেটও সামনে এনেছেন নওশীন।

বর্তমানে তাদেরকে অভিনয়ে দেখা যায় না কেন? এমন প্রশ্নের উত্তরে তারা জানান, অভিনয়ের খিদে এখনো তাদের শিল্পসত্তায় রয়েছে। পছন্দ মত ইভেন্ট বা শো হলে উপস্থাপনার মঞ্চেও ফিরতে চান নওশীন। এছাড়া দুজনেই বলছেন, মনের মত চিত্রনাট্য ও চরিত্র পেলে দেশের যে কোনো গুণী নির্মাতার ডাকে তারা সাড়া দিতে প্রস্তুত।

এই তারকা জুটি বড় পর্দায়ও কাজ করেছেন। হিল্লোল-নওশীন জুটি বেধে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন ‘হ্যালো অমিত’ চলচ্চিত্রে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে নওশীন বলেন, ‘ওই সিনেমার শুটিং থেকেই আমি হিল্লোলের নাম মোবাইল ফোনে ‘অমিত’ নামে সেইভ করে রেখেছি। যা এখনো চেঞ্জ করা হয়নি। আর হিল্লোল আমাকে শুরু থেকেই ‘মৌ’ নামে ডাকে। এটা কিন্তু আমাদের একটা সিক্রেট। বাইরের কেউ এটা জানতো না।’

হিল্লোলের বেশ কিছু সিক্রেট তথ্য জানিয়ে নওশীন বলেন, হিল্লোল নিজ হাতে কাঁচা বাজার করতে ভালোবাসেন। নিয়ম করে ঘুমানোর অভ্যাস থাকার কারণে মাঝেমধ্যে বাড়িতে অতিথি এলেও তাদের থেকে বিদায় নিয়ে শোবার ঘরে ঘুমুতে চলে যান হিল্লোল। অবশ্য এই অতিথিরা কাছের বন্ধু বা নিকটজন বলেই রক্ষা পান তিনি।

এনবিএস/ওডে/সি