ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

সাড়া ফেলেছে ‘লোকাল’, মুক্তি ঈদে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৩, ০৯:০৪ পিএম

সাড়া ফেলেছে ‘লোকাল’,  মুক্তি ঈদে

 সাড়া ফেলেছে ‘লোকাল’,  মুক্তি ঈদে

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে আদর আজাদ ও শবনম বুবলী জুটির দ্বিতীয় সিনেমা ‘লোকাল’। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। যা অবমুক্ত হওয়ার পরই ব্যাপক সাড়া ফেলে। বিনোদন সাংবাদিক সাইফ চন্দনের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস। এর গল্প ও চিত্রনাট্যে করেছেন ফেরারী ফরহাদ। সিনেমাটিতে আদর-বুবলীকে ভিন্ন লুকে যাবে বলে জানিয়েছেন নির্মাতা।

গত সপ্তাহেই সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘লোকাল’। সিনেমাটি দেখে প্রশংসা করেন সেন্সর বোর্ডের সদস্যরা। রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের এ সিনেমা নিয়ে আশাবাদি সংশ্লিষ্টরা।

বুবলীর সঙ্গে আদর আজাদের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে ‘তালাশ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। এ প্রসঙ্গে আদর বলেন, ‘লোকাল’ পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে। আদর-বুবলীতে দর্শক নিরাশ হবেন না। আশা করি, সবার পছন্দ হবে।

বুবলী বলেন, ‘আমি এ ছবিতে ভিন্ন এক লুকে অভিনয় করেছি। দর্শকরা আমাকে অন্য মেজাজে দেখবেন। আমি চেষ্টা করেছি ভালো করার। এখন দর্শকরাই বিচার করবেন কতটুকু পেরেছি।’

পরিচালক সাইফ চন্দন বলেন, ‘আমি ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। একেবারে প্রান্তিক পর্যায়ের গল্প তুলে আনা হয়েছে এতে। নেতৃত্বের লড়াই এবং এলাকার পলিটিকস নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।

এনবিএস/ওডে/সি