এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৩, ০৯:০৪ পিএম
ঈদের পর বাংলাদেশে মুক্তি পাবে 'পাঠান'
পাঠান'
বলিউডের ব্যবসা সফল মুভি 'পাঠান'। বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবিটি বিভিন্ন দেশে সাড়া ফেলেছে। এ মুভির ২টি গান খুবই জনপ্রিয় হয়েছে। টিকটকেও ব্যাপক সাড়া জাগিয়েছে গান ২টি।
এবার সাড়া জাগানো বহুল আলোচিত 'পাঠান' মুক্তি পাবে বাংলাদেশে৷ সরকারি অনুমোদন পাবার পর ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে। তবে মে মাসে ছবিটি মুক্তি দেবার আয়োজন চলছে বলে জানিয়েছে বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সাফটা চুক্তির আওতায় এটি বাংলাদেশে আমদানি হবে ছবিটি।
এদিকে, আমদানিকারক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নির্মাতা অনন্য মামুন বলেন, ছবি মুক্তি দেবার প্রস্তুতি চলছে। তবে সেন্সর না হওয়া পর্যন্ত মুক্তির তারিখ বলা যাচ্ছে না। মে মাসে ছবিটি মুক্তি দেওয়া যায় কি না তার চেষ্টা চলবে। সবই নির্ভর করবেন ছবি সেন্সরের ওপর।
তিনি বলেন, আমাদের দেশে 'পাঠান' ছবিটি মুক্তির বিষয়ে অনেকদিন আগে থেকেই আলোচনা চলছে। দেশের মানুষ এই ছবিটি দেখতে চান। শাহরুখ খানের এই ছবিটি ইতিমধ্যেই অনেক ওটিটি মাধ্যমে এসেছে। কিন্তু সিনেমা হলে দেখার বিষয়টি আলাদা।
তিনি আরও বলেন, অবশেষে বলিউডের এই ছবিটি দেশে মুক্তি পাবে । আমরা ইতিমধ্যেই ১৬ হলে সার্ভার বসিয়েছি। ঈদের পর আশা করি, ৪০টি সিনেমা হল প্রস্তুত হয়ে যাবে।
উল্লেখ্য, চলতি বছর ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পায় ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। ছবিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। এছাড়া ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমান খানকে।
এনবিএস/ওডে/সি