এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম
ঈদকে কেন্দ্র করে হলমুখী সিনেমা প্রেমীরা
করোনা মহামারির পরষ দর্শকখরা কাটিয়ে এবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাংলা সিনেমা। ঈদকে কেন্দ্র করে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট ৮টি সিনেমা। যে তালিকায় আছে শাকিব খানের ‘লিডার : আমিই বাংলাদেশ’ এবং অনন্ত জলিল অভিনীত ‘কিল হিম’।
ঈদের দিন সকাল থেকে সিনেমাপ্রেমীদের ভীড় লক্ষ্য করা গেছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই বিশেষ এ দিনে সিনেমা দেখতে আসা বলে জানান দর্শকরা। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের সময়টাকে আরও বেশি উপভোগ করার জন্য সিনেমা দেখতে আসা। এছাড়া ব্যস্ততার কারণে অন্য সময় হলে এসে সিনেমা দেখা হয় না তাই ঈদের ছুটিতে সিনেমা দেখতে আসা।
এদিন অনেকে নিজের পছন্দের ছবির টিকিট না পেয়ে হয়েছেন হতাশ আর যারা ছবি দেখেছেন তারা জানিয়েছেন তাদের অনুভূতি। হল থেকে বেরিয়ে দর্শকরা জানান, একদম ঠিকঠাক ছিল, মুভির নামের সঙ্গে গল্পের মিল আছে। তাই অনেক ভাল লেগেছে। তারা আরও জানান, বাংলাদেশের সিনেমা যদি এমন হয় তাহলে দর্শকরা অব্যশই আবারও হলমুখী হবে। তারা সিনেমা দেখতে হলে আসবে।
দর্শকদের সঙ্গে এদিন প্রেক্ষাগৃহে বসে ছবি দেখেছেন ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার নায়ক-নায়িকারাও। জানালেন তাদের অনুভুতিও। চলচ্চিত্র অভিনেতা আব্দুন নূর সজল বলেন, ‘দর্শক এতো সুন্দরভাবে সিনেমাটি গ্রহণ করায় তাদের ‘জীন’ সিনেমা টিমের পক্ষ থেকে ধন্যবাদ। এছাড়া চারদিকে ‘জীন’ নিয়ে এত লেখালেখি ও কথা হচ্ছে তাতে আমরা ভীষণ আনন্দিত।’
চলচ্চিত্র অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী জানান, ‘খুব ভাল লাগছে। বিশেষ করে হলে বসে সিনেমা দেখতে এসে দর্শকদের রিএ্যাকশন খুবই ভাল লাগছে।’
উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে দেশের সিনেমা হলে নতুন ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। যেখানে সর্বাধিক ১০০ হলে মুক্তি পেয়েছে তপু খান পরিচালিত শাকিব খান-বুবলীর ‘লিডার : আমিই বাংলাদেশ’। এছাড়া বাকি ৭ টি হল : অনন্ত-বর্ষার ‘কিল হিম’, বাপ্পী-মিতুর ‘শত্রু’, বুবলী-আদরের ‘লোকাল’, রোশান-ববির ‘পাপ’ ও সজল-পূজার ‘জ্বীন’, ইয়াশ-ঐশীর ‘আদম’ এবং জয়-অপুর ‘প্রেম প্রীতির বন্ধন’।