ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

বাখমুত শহরের ৩ এলাকা নিয়ন্ত্রণে নিল রুশ বাহিনী


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম

বাখমুত শহরের ৩ এলাকা নিয়ন্ত্রণে নিল রুশ বাহিনী

বাখমুত শহরের ৩ এলাকা নিয়ন্ত্রণে নিল রুশ বাহিনী

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের পশ্চিমের আরও তিনটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার ঘোষণা করেছে, বাখমুত শহরের পশ্চিমের তিনটি এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। 

রুশ বিমান বাহিনী ইউক্রেনের বিভিন্ন ইউনিটের ওপর হামলার মাধ্যমে তাদের গতিরোধ করতে সক্ষম হয়, এরপর এসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আসে। ইউক্রেনের সেনাবাহিনী বাখমুত শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিল বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

বাখমুত শহরটি দুনবাস অঞ্চলের অংশ। এই শহরটি যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে উভয় পক্ষই এই শহরের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত কয়েক মাস ধরে সেখানে লড়াই চলছে। রাশিয়া ঐ শহরের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণকে গত আট মাসের মধ্যে রুশ বাহিনীর সবচেয়ে বড় অর্জন হিসেবে গণ্য করা হচ্ছে। কারণ এর ফলে দুনবাস অঞ্চলের অন্য অংশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে।