ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

তেলেঙ্গানায় ‘মুসলিম কোটা’ তুলে দেওয়ার হুমকি অমিত শাহের, নিন্দা ওআইসির


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম

তেলেঙ্গানায় ‘মুসলিম কোটা’ তুলে দেওয়ার হুমকি অমিত শাহের, নিন্দা ওআইসির

তেলেঙ্গানায় ‘মুসলিম কোটা’ তুলে দেওয়ার হুমকি অমিত শাহের, নিন্দা ওআইসির

ভারতে ‘মুসলিম সংরক্ষণ’ ইস্যুতে বিজেপিকে কোমরবেঁধে আক্রমণ করলেন আসাসুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, অমিত শাহের বক্তব্য বিদ্বেষমূলক, জাত-পাতের রাজনীতি ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই।’ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার তেলেঙ্গানায় এক ভাষণে বলেন, বিজেপি সরকার গঠিত হলে তেলেঙ্গানায় ‘মুসলিম সংরক্ষণ’ বাতিল করা হবে।

এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি অমিত শাহর বক্তব্যের সমালোচনা করে  জাল কাউন্টার, জেল থেকে অপরাধীদের মুক্তি এবং বুলডোজার ইস্যু নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন। 
টুইটারে এআইএমআইএম প্রধান লিখেছেন, ‘বিদ্বেষমূলক বক্তব্য, জাত-পাতের রাজনীতি ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই’, তারা যা দিতে পারে তা হল জাল এনকাউন্টার, কারফিউ, অপরাধীদের মুক্তি এবং বুলডোজার। এই বছরের শেষের দিকে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি শাসিত কর্ণাটক সম্প্রতি মুসলমানদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ বাতিল করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ক্ষমতাসীন বিআরএস সরকারের সমালোচনা করেছেন, বেশ কয়েকটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ সামনে এনে বলেছেন, “দুর্নীতিগ্রস্ত” সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত বিজেপির লড়াই চালিয়ে যাবে”।

হায়দ্রাবাদের কাছে চেভেল্লায় একটি সমাবেশে ভাষণ দিয়ে অমিত শাহ ধর্মভিত্তিক সংরক্ষণের সমালোচনা করেন এবং সেগুলিকে “অসাংবিধানিক” বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘তেলঙ্গানায় দল ক্ষমতায় এলে, চাকরি, শিক্ষায় মুসলিমদের জন্য বরাদ্দ চার শতাংশ সংরক্ষণ তুলে দেবে।’

শাহের গতকালের এই বক্তব্যের পর মুখ খুলেছেন হায়দ্রাবাদের সাংসদ অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসি। তার কথায়, শাহ ও তার দল সমাজকে ভাঙতে শিখেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব নিয়ে বিজেপি চুপ। ভাষণে শাহ তীব্র আক্রমণ শানান ওয়েইসির উদ্দেশেও। অমিত শাহ আরও বলেন, ‘আমরা মজলিসবাদীদের ভয় পাই না। তেলেঙ্গানায় এমন কোনও সরকার আমরা তৈরি হতে দেব না যার স্টিয়ারিং ওয়াইসির হাতে থাকবে’।