এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৩, ০৫:০৪ পিএম
কাবুল বিমানবন্দরে হামলার মূলহোতা আইএস নেতা নিহত
তালেবান সরকারের অভিযানে ওই আইএস নেতা নিহত হয়েছেন। ২০২১ সালে কাবুল থেকে বিশৃঙ্খল প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরের গেইটে আত্মঘাতি বোমা হামলায় ১৩ মার্কিন সেনা ও ১৭০ বেসামরিক লোক নিহত হয়। গত মঙ্গলবার হোয়াইট হাউস একথা জানায়।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, আইএসের এই নেতাকে কয়েক সপ্তাহ আগে হত্যা করা হয়। তবে বিষয়টি নিশ্চিত হতে সময় লাগে। বুধবার (২৬ এপ্রিল) বিবিসি এ খবর জানায়।
কর্মকর্তারা বলেন, যে অঞ্চলে আইএস তৎপর সেখানে পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন, বিমানবন্দরে হামলার পরিকল্পনাকারী আইএস সেলের নেতা তালেবানের অভিযানে নিহত হয়েছেন।
নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, এপ্রিলের শুরুর দিকে আইএসের এই নেতা নিহতের খবর জানতে পারে যুক্তরাষ্ট্র। তবে এটা নিশ্চিত হওয়া যায়নি, তাকে লক্ষ্য করেই তালেবান অভিযান চালিয়েছিল, নাকি আইএসের বিরুদ্ধে চলমান লড়াইয়েই তিনি নিহত হয়েছেন।