এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ মে, ২০২৩, ০৪:০৫ পিএম
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ২০ হাজার সেনা নিহত: যুক্তরাষ্ট্র
আহত হয়েছে আরো ৮০ হাজার সেনা। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটেছে। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ কথা বলেছেন।
নিহতদের বেশির ভাগই ভাড়াটে ওয়াগনার কোম্পানির সদস্য। তারাই পূর্বাঞ্চলীয় বাখমুতে যুদ্ধে লিপ্ত রয়েছে। যুদ্ধের তীব্রতা বাড়িয়েই এই ছোট শহরটি দখলে নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে রাশিয়া।
বাখমুতের বেশির ভাগ এলাকাই রাশিয়ার দখলে। কিন্তু শহরটির পশ্চিম এলাকার ছোট একটা এখনো ইউক্রেন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এই এলাকা নিয়ে দুই পক্ষেই ব্যাপক সংঘর্ষ চলমান রয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, তারা এই যুদ্ধকে ব্যবহার করছে রুশ বাহিনীর সদস্যদের হত্যা করার জন্য। তারা যতোটা সম্ভব রুশ বাহিনীর রিজার্ভ হ্রাস করতে চায়।
জন কিরবি গণমাধ্যমকে বলেছেন, ‘বাখমুত হয়ে দনবাজ অঞ্চলে রাশিয়ার তীব্র আক্রমণ ব্যর্থ হয়েছে। রাশিয়া কৌশলগত ও গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিতে পারবে না।’ তিনি বলেন, তাদের হিসাব অনুসারে ইউক্রেনে রাশিয়ার এক লাখ সেনা হতাহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের হিসাবে গত ডিসেম্বর থেকে রুশ বাহিনী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাখমুত অঞ্চলে। জন কিরবি বলেন, ‘মূল কথা হলো রাশিয়ার আক্রমণাত্মক প্রচেষ্টা নিয়ে কয়েক মাসের যুদ্ধে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে তারাই পাল্টা আঘাত পেয়েছে।’
তিনি উল্লেখ করেন, ইউক্রেন যেহেতু আক্রান্ত সেহেতু এখানে ইউক্রেনের হতাহতের হিসাব দেওয়া হলো না। কারণ রুশরা হলো আক্রমণকারী।
এনবিএস/ওডে/সি