ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

তুরস্কের বাইকার আগামী বছর তৈরি করবে নতুন এয়ার কম্বাট ড্রোন


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০২ মে, ২০২৩, ০৫:০৫ পিএম

তুরস্কের বাইকার আগামী বছর তৈরি করবে নতুন এয়ার কম্বাট ড্রোন

তুরস্কের বাইকার আগামী বছর তৈরি করবে নতুন এয়ার কম্বাট ড্রোন

তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্ততকারক কোম্পানি বাইকার নতুন মনুষ্যবিহীন কম্বাট বিমান বা ইউসিএভি তৈরি শুরু কররে আগামী বছর। ইতোমধ্যে এ ড্রোনের ব্যাপারে আন্তর্জাতিক আগ্রহের সৃষ্টি হয়েছে। কোম্পানির চেয়ারম্যান সেলজুক বাইয়ারাক্তার একথা বলেছেন। 

বাইকার তার হাল্কা ড্রোন টিবি-২ আন্তর্জাতিকভাবে বেশ পরিচিতি লাভ করেছে। এ ড্রোন ইউক্রেন, আজারবাইজান ও লিবিয়ার যুদ্ধে সাফল্যের সঙ্গে ব্যবহৃত হয়েছে। কোম্পানি বিভিন্ন দেশে এ ড্রোন রপ্তানি করেছে। এ সুবাদে বাইকার তুরস্কের সবচাইতে বড় প্রতিরক্ষা সবঞ্জাম রপ্তানিকারক কোম্পানিতে পরিণত হয়েছে।

কিজিলেলমা নামক নতুন ড্রোন নির্মান কোম্পানির উৎপাদন ক্ষমতা ধীর স্থল হামলা ড্রোন থেকে দ্রুত গতি ও স্বয়ংক্রীয় ড্রোন এবং জঙ্গী বিমান তৈরির কাজে উন্নীত করছে। ১৫ মিটার দীর্ঘ জেট ইঞ্জিন চালিত ইউসিএভির নকশা তৈরির নেতৃত্ব দেন বাইরাক্তার একথা বলেন।

তিনি বলেন, কিজিলেলমায় ভবিষ্যত বিমান যুদ্ধের সবকিছুই সন্বিবেশিত করা হয়েছে। বাইকার আগামী বছর কিছু সংখ্যক ই্উসিএভি উৎপাদন করবে। ডিসেম্বরে এর প্রথম উড্ডয়ন করবে এবং এ মাসের শেষ দিকে বাইকারের অন্যান্য ড্রোনের সঙ্গে এর ফরমেশন টেস্ট ফ্লাইট অনুষ্ঠিত হবে। খবর অ্যারাব নিউজের