এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
যুদ্ধবিরতি সত্ত্বেও বিমান হামলায় কাঁপছে খার্তুম
ঘোষণা দিয়েও যুদ্ধ থামাচ্ছে না কোনো পক্ষ। সুদানের সামরিক বাহিনীর সঙ্গে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) এ লড়াইয়ে উভয়পক্ষই আকাশ পথে হামলা চালাচ্ছে একে অপরের ওপর।
দেশের কর্তৃত্ব নিয়ে সরকারি দুই বাহিনীর মধ্যে এ সংঘর্ষ শুরু হয় ১৫ এপ্রিল। সাধারণ নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে গত ২৯ এপ্রিল উভয়পক্ষই যুদ্ধবিরতি তিনদিন বাড়াতে সম্মত হয়। কিন্তু তা কার্যকর হচ্ছে না।
সুদানের সেনাবাহিনী বলেছে, তারা আরএসএফ থেকে হটিয়ে দিতে শহরে হামলা চালাচ্ছে। এ অবস্থায় লাখ লাখ লোক কার্যত অবরুদ্ধ হয়ে আছে খার্তুম শহরে।
ক্ষমতার জন্য প্রতিযোগিতা করছেন আর্মি কমান্ডার জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং আরএসএফ প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। তাদের এই লড়াইয়ে এ পর্যন্ত ৫০০ মানুষের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছে হাজার হাজার মানুষ।
যুদ্ধ শুরুর পর কূটনৈতিক প্রচেষ্টায় ২৪ এপ্রিল মধ্যরাত থেকে প্রথম দফায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয় দু’পক্ষ। গত বৃহস্পতিবার মধ্যরাতে এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় সুদানের সেনাবাহিনী দ্বিতীয় দফায় আরো ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়। কয়েক ঘণ্টা পর আরএসএফও তাতে সম্মতি জানায়। কিন্তু কার্যত হামলা থামাচ্ছে না কোনো পক্ষই। খবর বিবিসির