এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ মে, ২০২৩, ১১:০৫ এএম
আজ থেকে শুরু ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’র মূল পর্ব
বাংলা গানের সবচেয়ে বড় জমজমাট রিয়েলিটি শো ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’র মূল পর্ব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। সারা দেশ থেকে প্রতিভাবান শিল্পীদের তুলে আনতে ২০০৮ সালে শুরু হয়েছিল সেরা কণ্ঠের আসর।
এবারের শ্লোগান হচ্ছে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ, তোমরা তৈরি তো’। প্রতি বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭.৫০ মিনিটে দেখা যাবে চ্যানেল আইতে। চ্যানেল আই সেরা কণ্ঠের এবারের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন খ্যাতিমান কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী।
পরবর্তী সময়ে এই তালিকায় যোগ দেবেন প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা।
এছাড়াও বিভিন্ন পর্বে অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী, গীতিকার, সংগীত পরিচালকরা। এবারের সেরা কণ্ঠের প্রাথমিক পর্বের বিচারক ছিলেন মোহাম্মদ খুরশিদ আলম, আকরামুল ইসলাম, ফাতেমা তুজ জোহরা। গত সেরা কণ্ঠের কণ্ঠশিল্পী আশিক, নদী, বাপ্পি, খায়রুল ওয়াসি।
এনবিএস/ওডে/সি