ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন নগরীতে বিস্ফোরণ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ মে, ২০২৩, ০৩:০৫ পিএম

কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন নগরীতে বিস্ফোরণ

 কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন নগরীতে বিস্ফোরণ
 (৪ এপ্রিল) ভোর রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান বিধ্বংস ব্যবস্থাগুলো সক্রীয় হয়ে উঠে। স্থানীয় গণমাধ্যম এ খবর জানায়।

দক্ষিণের জাপোরঝজিয়া ও কৃষ্ণ সাগরীয় বন্দর ওডেসায়ও বিস্কোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া দনিপ্রোপেত্রোভস্ক, মাইকোইেভ ও খেরসনসহ ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চল জুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠে।

কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসক এক টেলিগ্রাম বার্তায় বলেন, কিয়েভ অঞ্চলে বিমান হামলা রোধক ব্যবস্থা সক্রীয় রয়েছে। রয়টার্স জানায়, রাজধানীর একজন প্রত্যক্ষ দর্শী বলেছেন, নগরীতে অন্তত একটি বড় বিস্ফোরণ ঘটেছে।

ইউক্রেনের একটি মিডিয়া জানায়, দক্ষিণের জাপোরিঝজিয়া নগরীতে বিস্ফোরণ ঘটেছে। সেখানেও বিমান বিধ্বংসী ব্যবস্থা কার্যকর রয়েছে।

ইউেেক্রনের খেরসন শহরে ও তার আশপাশে বুধবার রুশ হামলায় ২১ জন নিহত ও ৪৮ জন আহত হওয়ার পর আজ ভোরে ইউক্রেন জুড়ে বিমান ও ক্ষেপণাস্ত্র হামালা চালালো রাশিয়ার সেনারা।

এনবিএস/ওডে/সি