এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
এবার চুরি হলো রবি চৌধুরীর পুরস্কার
কয়েকদিন আগে কণ্ঠশিল্পী ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ কিছু জুয়েলারি চুরি হয়েছে। এ ঘটনা বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছিল। এবার চুরি হলো নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরীর পুরস্কার। ৩৫ বছর সংগীত ক্যারিয়ারের অনেক পুরস্কারই চুরি হয়েছে তার। তার বাসায় এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এই শিল্পী।
রবি চৌধুরী বলেন, আমার দুটো বাসা। একটি ওয়ারিতে আরেকটি হচ্ছে বাড্ডায়। বাড্ডার বাসাটি ভাড়া দিয়েছি আমার পরিচিত একজনের কাছে। সেখানেই এই পুরস্কারগুলো রাখা ছিল। সেখান থেকে অ্যাওয়ার্ডগুলো চুরি হয়েছে। যখন সেগুলো খুঁজতে গিয়ে পেলাম না, তখন দারোয়ান বলল, সে নাকি দেখেছে কাজের লোকরা অ্যাওয়ার্ডগুলো ভেঙে তামা ও পিতল বিক্রি করছে।
আইনি পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, না, কোনো আইনি পদক্ষেপ নেইনি। কাজের লোকদের জিজ্ঞাসা করলাম। তারা তা অস্বীকার করেছে। এমন কি তারা পবিত্র কুরআন শরীফ হাতে নিয়েও চুরির বিষয়টি অস্বীকার করেছে। ঘটনাটি কিছুদিন আগের। তাই আইনি পদক্ষেপ নেইনি। ওই ঘটনার পরপরই ফ্ল্যাটটি খালি করে ফেলি।
রবি চৌধুরী আরো বলেন, বাসাটি আপাতত কাউকে আর ভাড়া দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। যা হারিয়েছি, তাতে শিক্ষা হয়ে গেছে। সান্ত্বনা এটুকু, ভক্ত ও শ্রোতাদের ভালোবাসা এখনো নিজের কাছেই আছে।
এনবিএস/ওডে/সি