এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
শোভাযাত্রা করে সিনেমার প্রচারণা
১৪ মে বিশ্ব মা দিবস উপলক্ষে ১৯ মে বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে অরণ্য আনোয়ার পরিচালিত প্রথম সিনেমা ‘মা’। মুক্তির আগে পহেলা বৈশাখ থেকে শুরু করে ঈদুল ফিতর উৎসবে চলেছে সিনেমাটির বর্ণীল প্রচারণা। ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির পোস্টার, ট্রেলার, গান ও বিহাইন্ড দ্য মেকিং। তবে এসব নিয়মিত অনুষঙ্গ ছাপিয়ে আলোচনায় এসেছে সিনেমাটির নতুন প্রচারণা কৌশল।
৪ মে (বৃহস্পতিবার) সিনেমাটির পোস্টার-ব্যানার হাতে রাজধানীর রাস্তায় নেমে এলো হাজারও ‘মা’য়ের সন্তান। এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি, যেমনটা দেখা গেলো মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘মা’কে ঘিরে।
এদিন সকালে জাতীয় জাদুঘরের সামনে শুভ বুদ্ধ পূর্ণিমা জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে সিনেমাটির নির্মাতা, প্রযোজক, কুশলী ও শুভাকাক্সক্ষীরা শোভাযাত্রা করে। কোনো সিনেমাকে ঘিরে জাতীয় উৎসব আয়োজনের এমন চিত্র এবারই প্রথম।
এ প্রসঙ্গে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘আমরা রোজার ঈদ উৎসবকে ঘিরে ‘মা’ সিনেমার প্রচারণা শুরু করি। এবার সেই ধারাবাহিকতা রেখেছি বুদ্ধ পূর্ণিমা উৎসবে অংশ নিয়ে। এদিন আমরা বড় একটি দল জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রা নিয়ে হেঁটে শহীদ মিনার পর্যন্ত যাই। সিনেমাটিকে ঘিরে সবার এই উচ্ছ্বাস ও আবেগ পরিচালক হিসেবে আমাকে আবেগতাড়িত করেছে। সিনেমাটি মুক্তি পর্যন্ত আমরা এই মাতৃত্বের বন্ধনে অটুট থাকবো এবং ‘মা’ সিনেমার মাধ্যমে আমরা বিশ্বজুড়ে ছড়িয়ে দেবো মা’য়ের অন্যরকম এক গল্প। যে গল্প সন্তানকে ঘিরে এক মায়ের যুদ্ধ ও ভালোবাসার।’
নির্মাতা আরো জানান, ‘মা’ সিনেমাটি সকল ধর্ম-বর্ণ, যুদ্ধ-স্বাধীনতা পেরিয়ে মূলত একজন মা’য়ের গল্প। যে মা তার কোলের সন্তানকে নিয়ে অন্য এক যুদ্ধজয়ের গল্প শোনাবেন দর্শকদের। পৃথিবীর সকল মায়ের প্রতি উৎসর্গ করা হয়েছে সিনেমাটিকে।’
এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। এছাড়া আরো অভিনয় করেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ।
এনবিএস/ওডে/সি