এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
সামিনা চৌধুরীর গানচিত্র ‘ছোঁয়া কি যায়’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউটিউবে অবমুক্ত হয়েছে সংগীতশিল্পী সামিনা চৌধুরীর ‘ছোঁয়া কি যায়’ শিরোনামের নতুন একটি গান। এর ভিডিওচিত্রও নির্মাণ করেছেন তিনি। গানটির কথা ও সুর করেছেন সুচিতা নাহিদ সালাম। এটির সংগীতায়োজনে ছিলেন সাজ্জাদ কবীর। এই গানচিত্রটি চাঁদ রাতে সামিনা চৌধুরীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে।
এ প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘এই গানটিতে মানুষের জীবনের এক অপ্রিয় বাস্তবতাকে আবেগীয় দৃশ্যপট থেকে শৈল্পিকভাবে উপস্থাপন করা হয়েছে। গানের প্রতিটি শব্দ বুননে গাথা ছিল পরতে পরতে ভালোবাসা এবং নীল বেদনা।’
তিনি বলেন, ‘কথার সঙ্গে সামঞ্জস্য রেখেই সুরের নান্দনিক বহির্প্রকাশ ঘটেছে। সঙ্গে অত্যন্ত পরিমিত যন্ত্রানুষঙ্গ। সত্যিকার অর্থেই এই ধরনের রুচিসম্মত গান আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করে যুগের পর যুগ। এমন ভালো মানের গানকে উৎসাহ দিলে কেউ আর আমাদের রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলতে পারবে না।’
এরইমধ্যে গানটি সংগীত বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এবং শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। যার প্রমাণ মিলেছে কমেন্টবক্সে। মন্তব্যের ঘরে এক শ্রোতা লিখেছেন, ‘ অসম্ভব সুন্দর হয়েছে সামগ্রিক পরিবেশনা। সামিনা চৌধুরী মানেই বিশাল প্রত্যাশা। গানের কথা, সুর এবং গায়কী মিলে মিশে একাকার।’
এনবিএস/ওডে/সি