ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

লাইফ সাপোর্টে নির্মাতা মোহন খান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ মে, ২০২৩, ০৮:০৫ পিএম

লাইফ সাপোর্টে নির্মাতা মোহন খান

 লাইফ সাপোর্টে নির্মাতা মোহন খান

জনপ্রিয় নাট্যকার ও নাট্য পরিচালক মোহন খান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (৪ মে) তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে লাইফ সাপোর্টে নেয়। নির্মাতা এস এ হক অলিক এ তথ্য গণমাধ্যমে জানিয়েছেন।

অলিক বলেন, ‘ওনার (মোহন খান) ব্রেইন টিউমার অপারেশন করা হয়েছিল। এর পর ঘাড়েও একটি অপারেশন হয়। মাঝে বাসায় ফেরার পর পড়ে গিয়ে আঘাতও পান তিনি। আজ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। মোহন খানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

উল্লেখ্য, মোহন খান ৫ শতাধিক নাটক নির্মাণ করেছেন। এরমধ্যে ৩ শতাধিক নাটক রচনা করেছেন তিনি। তার লেখা বিটিভির সাড়া জাগানো নাটক তিতির ও শঙ্খচিল প্রযোজনা করেছিলেন প্রয়াত আবদুল্লাহ আল মামুন।

এনবিএস/ওডে/সি