এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
রাশিয়াকে সঙ্গে নিয়ে ইউক্রেন সমস্যার সমাধান করতে চায় চীন
বৃহস্পতিবার ভারতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনার পর চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং শুক্রবার বলেছেন, রাশিয়াকে সঙ্গে নিয়ে ইউক্রেন সমস্যা সমাধানে চীন সক্রীয় ভূমিকা রাখতে প্রস্তুত।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় সুদৃঢ়ভাবে প্রস্তুত চীন। আমরা রাশিয়ার সঙ্গে যোগাযোগ এবং সমন্বয়ের মাধ্যমে ইউক্রেনীয় সংকটের রাজনৈতিক সমাধানে একটি বাস্তব অবদান রাখতে প্রস্তুত।’
আলোচনায় উচ্চ পর্যায়ের চীনা কূটনীতিক বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মস্কো সফরের মধ্য দিয়ে চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আগের চাইতে আরো গভীর হয়েছে।
কিন গ্যাং বলেন, ‘চীন ও রাশিয়া সব কিছু নিয়েই যোগাযোগ রাখছে, সব ক্ষেত্রেই যোগাযোগ বাড়িয়ে চলেছে।’ তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে সকল কৌশলগত যোগাযোগ আরো গভীর করতে চায় চীন। সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরো শক্তিশালী ও গভীর করতে চায়।’
আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নিয়ম অনুসারেই দুই দেশ সমন্বয়কে আরো উন্নত করবে বলে জানিয়েছেন কিন গ্যাং। এর মধ্যে রয়েছে এসসিও, ব্রিকস, জি২০ এবং জাতিসংঘ। তিনি বলেছেন, দুই দেশই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর বিভিন্ন প্রতিবন্ধকতা যৌথভাবে অপসারণ করবে। কারণ দুই দেশই চায় বিশ্বে সাম্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।
এনবিএস/ওডে/সি