ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ | ৩ কার্তিক ১৪৩১
Logo
logo

পরিবেশ দূষণে ভারতে এক বছরে মারা গেছে ২৩ লাখ মানুষ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ মে, ২০২২, ০৩:০৫ পিএম

পরিবেশ দূষণে ভারতে এক বছরে মারা গেছে ২৩ লাখ মানুষ

পরিবেশ দূষণে ভারতে এক বছরে মারা গেছে ২৩ লাখ মানুষ

বিশ্বে পরিবেশ দূষণের শিকার হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে ভারতে। ল্যানসেট গবেষণায় বলা হয়েছে- ২০১৯ সালে দেশটিতে বায়ু, পানি, জৈব ও শিল্পবর্জ্য এবং যানবাহন থেকে দূষণের ফলে অন্তত ২৩ লাখ মানুষ মারা গেছে।  

দূষণ তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে চীন। দেশটিতে এ সংক্রান্ত বার্ষিক মৃত্যুর সংখ্যা ২২ লাখ। সারা বিশ্বে ২০০০ সাল থেকে পরের দু’দশকে দূষণে মৃত্যুর সংখ্যা ৫৫ শতাংশেরও বেশি বেড়েছে বলে জানানো হয়েছে ওই সমীক্ষায়।

‘দ্যা ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নাল’-এ প্রকাশিত দূষণ সংক্রান্ত সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, প্রতি বছর দূষণের ফলে বিশ্বে অন্তত ৯০ লাখ মানুষ মারা যায়। ওই তালিকায় সপ্তম স্থানে রয়েছে আমেরিকা। সেখানে দূষণে বছরে এক লাখ ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।

২০১৮ সালে একটি আন্তর্জাতিক সমীক্ষায় বিশ্বের ১৮০টি দেশের মধ্যে দূষণ-তালিকায় ১৭৭ নম্বরে ছিল ভারত। এর পর ‘স্টেট অব গ্লোবাল এয়ার ২০১৯’-এর রিপোর্ট জানিয়েছিল, বায়ুদূষণের প্রভাবে প্রতি বছর ভারতে মৃত্যু হয়েছে ১২ লাখ মানুষের। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে